Ajker Patrika

প্রেমের ফাঁদ পেতে প্রতারণা করে ধরা

চৌগাছা প্রতিনিধি
আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৫: ৫৯
প্রেমের ফাঁদ পেতে   প্রতারণা করে ধরা

যশোর সদরে স্বপন কুমার দাস (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি সেনাসদস্য পরিচয়ে প্রেমের ফাঁদ পেতে প্রতারণা করছিলেন বলে পুলিশ জানিয়েছে। এ ছাড়া তিনি ছিনতাই চক্রের সঙ্গেও জড়িত ছিলেন।

গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে যশোরের ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার এসব তথ্য জানিয়েছেন। স্বপন কুমার দাসকে বুধবার কেশবপুরের সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন পার্কের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি কেশবপুরের মঙ্গলকোট গ্রামে। বর্তমানে তিন মনিরামপুরের নাদরা কালার হাট গ্রামে বাস করেন।

ডিবির ওসি রুপন কুমার সরকার জানান, ২১ ফেব্রুয়ারি ও ১৪ মার্চ অজ্ঞাতনামা ব্যক্তি সেনাসদস্যের পরিচয় দিয়ে অভয়নগরের শিউলী রানী দাস ও ঝিকরগাছার পপি বেগমকে প্রথমে মোবাইল ফোনে মিস কল দেন। পরে তাঁদের সঙ্গে সখ্য তৈরি করেন স্বপন দাস। একপর্যায়ে তাঁদের একজনকে কোতোয়ালি থানার বসুন্দিয়া এবং আরেকজনকে রুপদিয়ায় দেখা করতে বলেন। ওই নারীরা তাঁর সঙ্গে দেখা করতে গেলে তাঁদের স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই করে মোটরসাইকেলযোগে পালিয়ে যান স্বপন কুমার দাস। পরে বুধবার তাঁকে কেশবপুর থেকে আটক করা হয়।

ডিবির ওসি আরও জানান, এ সময় তাঁর কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি বার্মিজ চাকু, নগদ ২১ হাজার ৭০০ টাকা, এক জোড়া সিটি গোল্ডের চুরি উদ্ধার করা হয়। এর পর তাঁর স্বীকারোক্তি মতে, সাগরদাঁড়ি একটি স্বর্ণের দোকান থেকে ১ ভরি ১৩ আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

ডিবির ওসি রুপন সরকার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার স্বপন কুমার দাস ও প্রোশংকর দাস পরস্পর যোগসাজশে প্রতারণা করতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত