Ajker Patrika

সীমান্তে যেতে বিজিবির মানা

আমানুর রহমান রনি, মাঈনুদ্দিন খালেদ ও এস বাসু দাশ, কক্সবাজার ও বান্দরবান থেকে
সীমান্তে যেতে বিজিবির মানা

মিয়ানমারে সংঘাতের তীব্রতা কমে আসার পরও দেশটির সঙ্গে লাগোয়া সীমান্তের বাংলাদেশ অংশে এখনো অবিস্ফোরিত গোলা পাওয়া যাচ্ছে। এখনো মিয়ানমার থেকে গুলি আসছে। এ ছাড়া সীমান্ত এলাকায় অস্ত্রধারী রোহিঙ্গাদের আনাগোনা বেড়েছে। এই পরিস্থিতিতে জনসাধারণকে সীমান্তে যেতে নিষেধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল শনিবার কক্সবাজারের উখিয়া উপজেলার রহমতেরবিল সীমান্ত এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গত তিন দিন সীমান্তে পড়ে থাকার পর মরদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে উখিয়া থানা-পুলিশ।

এক সপ্তাহের বেশি সময় মিয়ানমারের সীমান্তবর্তী এলাকাগুলোয় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সঙ্গে সরকারি বাহিনীর লড়াই চলছে। এই লড়াইয়ে টিকতে না পেরে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা পালিয়ে বাংলাদেশে আসছেন। গতকাল উখিয়ার সীমান্তের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রহমতেরবিল সীমান্ত থেকে এলাকাবাসী ২৩ জন অস্ত্রধারী রোহিঙ্গাকে অস্ত্রসহ আটক করে বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছে গত শুক্রবার। গতকাল আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে গতকাল কক্সবাজার-টেকনাফ মহাসড়কের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের হোয়াইক্যং বাজার থেকে আধা কিলোমিটার পূর্বে উত্তরপাড়া এলাকায় গিয়ে দেখা গেছে, সেখানে বাসিন্দাদের চোখেমুখে এখনো আতঙ্ক। এখনো এসব এলাকায় গুলির শব্দ ভেসে আসছে। বাসিন্দারা বলছেন, গতকাল ভোর পাঁচটা থেকে সকাল নয়টা পর্যন্ত মিয়ানমার থেকে ‘বৃষ্টির মতো’ গুলি এসেছে।

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কোনারপাড়া ও মাঝের পাড়া এলাকার তিনটি বসতঘরে তিনটি গুলি এসে পড়েছে। সীমান্তের ওপারে কুমিরখালী সীমান্তচৌকির নিয়ন্ত্রণ নিয়ে মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে গোলাগুলি ও গোলা নিক্ষেপের ঘটনা ঘটে।

হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী বলেন, গতকাল ভোরে নাফ নদীর ওপারে গুলি, মর্টার শেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কয়েকটি গুলি সীমান্তের এপারে লম্বাবিল ও উনচিপ্রাং এলাকায়ও এসে পড়েছে। তিনি বলেন, টেকনাফ হোয়াইক্যং সীমান্তের নাফ নদীর ওপার থেকে শনিবার সকালে কিছুসংখ্যক রোহিঙ্গা নৌকাযোগে এপারে অনুপ্রবেশের চেষ্টা করে। বিজিবি তাদের বাংলাদেশের ভূখণ্ডে ঢুকতে দেয়নি।

গতকাল শনিবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তে থেকে দুটি অবিস্ফোরিত রকেট উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার বিজিবির তমব্রু বিওপি ক্যাম্প এলাকা থেকে রকেট দুটি উদ্ধার করে কৃষকেরা সীমান্ত সড়কে নিয়ে আসেন। পরে বিজিবি সড়কটি ঘিরে রাখে। 
এ বিষয়ে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, ৩টি গোলা পাওয়া গেলেও ১টি ধ্বংস করা হয়। বর্তমানে পরিস্থিতি তত ভালো নয়। মানুষ দুশ্চিন্তায় রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত