Ajker Patrika

রামগঞ্জে ছিটানো হলো মশক-নিধন ওষুধ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১১: ৩৯
রামগঞ্জে ছিটানো হলো মশক-নিধন ওষুধ

রামগঞ্জ পৌরসভার উদ্যোগে মশার উপদ্রব ও ডেঙ্গু প্রতিরোধে শহরে মশক-নিধনে ওষুধ ছিটানো হয়েছে। গতকাল শনিবার ভোর থেকে পৌর শহরের গুরুত্বপূর্ণ এলাকা, বাজার ও খালের ওপরে এ ওষুধ ছিটানো হয়।

বাজারের ব্যবসায়ী মো. মানিক হোসেন বলেন, রামগঞ্জ-হাজীগঞ্জ বিরেন্দ্র খালটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেখানে কচুরিপানা-আগাছা জন্ম নিয়েছে। ময়লা-আবর্জনার কারণে মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে। পানি থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। খালের পানি থেকে মশার প্রজনন বৃদ্ধি পাওয়ায় বিকেল থেকে দোকানে বসতেই কষ্ট হয়।

স্থানীয় ছেরাজুল হক নামের একজন বলেন, রাস্তায় মশার ওষুধ ছিটিয়ে লাভ নেই। কাজিরখীল-রামগঞ্জ-মৌলভী বাজার ও সোনাপুর পর্যন্ত খাল, ডোবা-নালায় এবং পতিত স্থানে ওষুধ ছিটালে মশার বংশবৃদ্ধি রোধ করা সম্ভব। খালের আশেপাশে বসবাস করা এখন আতঙ্ক হিসেবে হয়ে দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার খালটি পরিষ্কারের জন্য বলা হলেও কেউ করেনি।

রামগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী বলেন, ‘রামগঞ্জ-হাজীগঞ্জ খাল নিয়ে কিছু আইনগত জটিলতা থাকায় সংস্কার কাজ থমকে আছে। তারপরেও আমরা চেষ্টা করছি ডেঙ্গুসহ মশার উপদ্রব রোধ করতে। এ সময় মশার ওষুধ ছিটানো হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত