Ajker Patrika

তিন গম্বুজের মসজিদ

বরুড়া প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১২: ৫৪
তিন গম্বুজের মসজিদ

বরুড়ার মিয়া বাড়ি জামে মসজিদটি ব্রিটিশ আমলে নির্মিত। ১৭৫৭ সালের পর কোনো এক সময় এটি নির্মিত হয় বলে ধারণা স্থানীয় বাসিন্দাদের। নান্দনিক কাঠামোর জন্য এটি বাসিন্দাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

মসজিদটির অবস্থান পৌরসভার অর্জুনতলা গ্রামে। অর্জুনতলা গ্রামের তৎকালীন মিয়া পরিবার মসজিদটির জন্য জমি দান করেন। যাঁরা জমি দান করেছেন তাঁদের বংশধরেরা বর্তমানেও মসজিদটির তদারকির দায়িত্বে রয়েছেন।

মসজিদটিতে রয়েছে তিনটি গম্বুজ। ভেতরের দেয়ালে রয়েছে বিভিন্ন ধরনের নকশা ও কারুকাজ। মসজিদটির মিম্বরের সামনে পির হাজী ফানাউল্লাহর মাজার। তাঁর মাজার ঘিরে একটি গম্বুজ বিশিষ্ট ঘর নির্মাণ করা হয়েছে।

জানা গেছে, গত ১০ বছর আগে মসজিদটি সংস্কার করা হয়েছে। মসজিদটির নির্মাতাদের বংশধর দাবি করা মো. হামিম দেওয়ান বলেন, ‘নান্দনিক মসজিদটি ব্রিটিশ আমলের ইতিহাস বহন করে। পাশাপাশি তাঁদের পারিবারিক ঐতিহ্য ধরে রেখেছে।’

মসজিদের মুয়াজ্জিন অলি উল্লাহ বলেন, মুরব্বিদের কাছ থেকে শুনেছেন, মসজিদটি তৎকালীন সময়ে প্রতিষ্ঠা করেন দেওয়ান এমডি ছমি মিয়া। এর থেকে বেশি কিছু তিনি জানেন না বলে জানান।

স্থানীয় মুসল্লি নাজমুল হোসেন বলেন, মসজিদটি দেখার জন্য অনেক দূর থেকে মুসল্লিরা আসেন। নামাজ পড়েন। সঠিক ইতিহাস সম্পর্কে জানতে চান। কিন্তু তাঁদের এ সম্পর্কে বেশি কিছু জানা নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত