Ajker Patrika

এক্স-রে মেশিন এল চালু করা গেল না

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
এক্স-রে মেশিন এল চালু করা গেল না

ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০১৮ সালে যোগ হয় দুই কোটি টাকা মূল্যের ডিজিটাল এক্স-রে মেশিন, যা ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে এখনো যন্ত্রটি ব্যবহার করা হয়নি। এদিকে প্রতিদিনই উপজেলার রোগীরা সেবা না পেয়ে ফিরে যাচ্ছে।

যন্ত্রটিতে রোগীর শয্যায় গিয়ে এক্স-রে করার সুবিধা থাকায় মুমূর্ষু রোগীরও সহজে পরীক্ষা-নিরীক্ষা করা যেত, যার খরচ লাগত মাত্র ১০০ থেকে ১৫০ টাকা। অথচ সেই এক্স-রে ক্লিনিক থেকে করাতে হচ্ছে ৪০০-৯০০ টাকায়। সোনাগাজী পৌর শহরের বেসরকারি ক্লিনিকে প্রতিদিন অর্ধশতাধিক রোগী এক্স-রে করাচ্ছে। 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০১৮ সালের অক্টোবরে এক্স-রে মেশিনটি যুক্ত হয়। তার আগে এক্স-রে মেশিন না থাকায় দুজন টেকনিশিয়ান বদলি হয়ে অন্যত্র চলে যান। ২০২০ সালের নভেম্বরে প্রকৌশলী জানান, এটি ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়নি। পরে এটি চালুর জন্য সিভিল সার্জন বরাবর চিঠি পাঠানো হলেও এখনো জবাব আসেনি।

স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনিশিয়ান মাহবুব আলম বলেন, ২০০৭ ও ২০১৩ সালে দুজন এক্স-রে টেকনিশিয়ান হিসেবে যোগদান করেন। এক্স-রে মেশিন নষ্ট হওয়ায় তাঁরা বদলি হয়ে চলে যান। মেশিন চালু হলে এক্স-রে মেশিন টেকনিশিয়ানের পদও পূর্ণ করতে হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ বলেন, তিনি ২০২০ সালে যোগদানের আগে থেকে মেশিন চলত না। বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছেন। এখনো ব্যবহারের জন্য প্রস্তুত হয়নি। তাঁরাও এটা করতে পারবেন, সে জন্য দুই লক্ষাধিক টাকা প্রয়োজন। ইতিমধ্যে কিছু টাকা স্বেচ্ছায় কয়েকজন দিয়েছেন। বাকি টাকা উঠলে তাঁরাই টেকনিশিয়ান এনে চালু করতে পারবেন।

ব্র্যাক টেকনিশিয়ানের বিষয়ে সাপোর্ট দেবে বলে জানিয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন বলেন, এক্স-রে মেশিন চালু না হওয়ার বিষয়টি শুনেছেন। ব্যক্তিগত তহবিল থেকে হলেও দ্রুত চালুর চেষ্টা করবেন। ইতিমধ্যে স্বাস্থ্য কর্মকর্তাকে যন্ত্রটি দ্রুত মেরামতের জন্য বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত