ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালীতে অসময়ের বৃষ্টিতে ফুল চাষিদের মাথায় হাত উঠেছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গত শনিবার থেকে গত সোমবার টানা বৃষ্টিতে ফুল খেতগুলোতে পানি জমেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ফুলচাষি ও ফুল চাষের সঙ্গে সংশ্লিষ্টরা।
গতকাল বুধবার ফুল কানন পানিসারার মাঠে গিয়ে দেখা গেছে, খেতে জমে থাকা পানি সরাতে ব্যস্ত চাষিরা। হাড়িয়া মাঠে গাঁদা ফুল খেত থেকে পানি নিষ্কাশন করছিলেন জালাল উদ্দিন মোড়ল। তিনি বলেন, তিন দিনের বৃষ্টিতে এমনিতেই অনেক ক্ষতি হয়েছে। পানি জমে ১৭ কাঠা জমির ফুল খেতের অনেক গাছ গোড়া পচে মারা গেছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে ভালো টাকার ফুল বিক্রি করার সম্ভাবনা ছিল। তিনি আরও জানান, ক্ষতি হওয়ার পরও এ খেত থেকে তিনি অন্তত ৪০ হাজার টাকার ফুল বিক্রি করতে পারবেন। তবে আবার বৃষ্টি হলে তা আর সম্ভব হবে না।
ফুলচাষি আব্দুস সামাদ বলেন, ‘এ সপ্তাহে সাড়ে তিন বিঘা জমিতে গ্ল্যাডিওলাস রঙিন ফুলের বীজ বপন করেছিলাম। কিন্তু বীজতলায় বৃষ্টির পানি জমে গেছে। বীজ বাঁচাতে বৃষ্টির ভেতরেই পানি নিষ্কাশন করেছি। এভাবে চলতে থাকলে সব বীজ নষ্ট হয়ে যাবে।
পানিসারা গ্রামের বর্গাচাষি আজিজুর রহমান সরদার বলেন, এক বিঘা করে জারবেরা, চন্দ্র মল্লিকা, চায়না গোলাপ, ১০ কাঠা গ্ল্যাডিওলাস ও ১৫ কাঠা জমির গাঁদা ফুলের খেতে পানি জমে গিয়েছিল। গত দুদিন ধরে পানি সেচেছি। আর যদি বৃষ্টি না হয় বিজয় দিবস এবং এর আগে এসব খেত থেকে দেড় থেকে দুই লাখ টাকার ফুল বিক্রি করতে পারব।’
বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম বলেন, অসময়ের এ বৃষ্টিতে প্রায় কোটি টাকার ক্ষতির মুখে পড়বেন গদখালী অঞ্চলের ফুল চাষিরা। এ অঞ্চলে এক হাজার ৪ শ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে সাতটি ও পরীক্ষামূলকভাবে আরও ছয়-সাতটি জাতের ফুল চাষ হচ্ছে। বিভিন্ন দিবস উপলক্ষে চাষিরা ফুল চাষ করে থাকেন। কিছুদিন পরেই বিজয় দিবস। ফুলচাষিরা আশায় ছিলেন এ দিবস উপলক্ষে বেশ ভালো ব্যবসা হবে তাঁদের। কিন্তু এ বৃষ্টির কারণে ব্যবসায় মন্দা দেখা দেবে।
ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালীতে অসময়ের বৃষ্টিতে ফুল চাষিদের মাথায় হাত উঠেছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গত শনিবার থেকে গত সোমবার টানা বৃষ্টিতে ফুল খেতগুলোতে পানি জমেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ফুলচাষি ও ফুল চাষের সঙ্গে সংশ্লিষ্টরা।
গতকাল বুধবার ফুল কানন পানিসারার মাঠে গিয়ে দেখা গেছে, খেতে জমে থাকা পানি সরাতে ব্যস্ত চাষিরা। হাড়িয়া মাঠে গাঁদা ফুল খেত থেকে পানি নিষ্কাশন করছিলেন জালাল উদ্দিন মোড়ল। তিনি বলেন, তিন দিনের বৃষ্টিতে এমনিতেই অনেক ক্ষতি হয়েছে। পানি জমে ১৭ কাঠা জমির ফুল খেতের অনেক গাছ গোড়া পচে মারা গেছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে ভালো টাকার ফুল বিক্রি করার সম্ভাবনা ছিল। তিনি আরও জানান, ক্ষতি হওয়ার পরও এ খেত থেকে তিনি অন্তত ৪০ হাজার টাকার ফুল বিক্রি করতে পারবেন। তবে আবার বৃষ্টি হলে তা আর সম্ভব হবে না।
ফুলচাষি আব্দুস সামাদ বলেন, ‘এ সপ্তাহে সাড়ে তিন বিঘা জমিতে গ্ল্যাডিওলাস রঙিন ফুলের বীজ বপন করেছিলাম। কিন্তু বীজতলায় বৃষ্টির পানি জমে গেছে। বীজ বাঁচাতে বৃষ্টির ভেতরেই পানি নিষ্কাশন করেছি। এভাবে চলতে থাকলে সব বীজ নষ্ট হয়ে যাবে।
পানিসারা গ্রামের বর্গাচাষি আজিজুর রহমান সরদার বলেন, এক বিঘা করে জারবেরা, চন্দ্র মল্লিকা, চায়না গোলাপ, ১০ কাঠা গ্ল্যাডিওলাস ও ১৫ কাঠা জমির গাঁদা ফুলের খেতে পানি জমে গিয়েছিল। গত দুদিন ধরে পানি সেচেছি। আর যদি বৃষ্টি না হয় বিজয় দিবস এবং এর আগে এসব খেত থেকে দেড় থেকে দুই লাখ টাকার ফুল বিক্রি করতে পারব।’
বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম বলেন, অসময়ের এ বৃষ্টিতে প্রায় কোটি টাকার ক্ষতির মুখে পড়বেন গদখালী অঞ্চলের ফুল চাষিরা। এ অঞ্চলে এক হাজার ৪ শ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে সাতটি ও পরীক্ষামূলকভাবে আরও ছয়-সাতটি জাতের ফুল চাষ হচ্ছে। বিভিন্ন দিবস উপলক্ষে চাষিরা ফুল চাষ করে থাকেন। কিছুদিন পরেই বিজয় দিবস। ফুলচাষিরা আশায় ছিলেন এ দিবস উপলক্ষে বেশ ভালো ব্যবসা হবে তাঁদের। কিন্তু এ বৃষ্টির কারণে ব্যবসায় মন্দা দেখা দেবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে