নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিনটিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর ভরাডুবি হয়েছে। পাঁচটি ইউপির মধ্যে দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও বিএনপি সমর্থিত স্বতন্ত্র একটিতে বিজয়ী হয়েছেন। উপজেলার দুটি ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জিতেছেন, তা-ও সামান্য ভোটের ব্যবধানে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, খাজুরা ইউপিতে নৌকা প্রতীকে সোহবার হোসেন মাত্র ২০৮ ভোট ও পিপরুল ইউপিতে নৌকা প্রতীকে কলিম উদ্দিন মাত্র ৫১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। বাকি তিনটিতে স্বতন্ত্র ও বিদ্রোহীদের কাছে আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটে পরাজিত হয়েছেন।
এ নির্বাচনে খাজুরা ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী না থাকলেও নৌকা প্রতীকের প্রার্থী সোহবার হোসেন ২০৮ ভোটের ব্যবধানে বিএনপি স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম ভুট্টুকে পরাজিত করে জয়লাভ করেছেন। পিপরুল ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী কলিম উদ্দিন মাত্র ৫১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী।
আবার মাধনগর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জব্বার মৃধার কাছে হেরেছেন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আমজাদ হোসেন দেওয়ান। ব্রহ্মপুর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফুজ্জামান মিঠু আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী রইস উদ্দিন রুবেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আশরাফুজ্জামান বিজয়ী হন। এখানে নৌকা প্রার্থী হাফিজুর রহমান বাবু ভোটের ফলাফলে তৃতীয় স্থান লাভ করেন।
এ ছাড়া বিপ্রবেলঘরিয়া ইউপিতে বিএনপি স্বতন্ত্র প্রার্থী শাহজাহান আলী বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তৌহিদুর রহমান লিটন। এখানেও নৌকা প্রার্থী জালাল উদ্দিনের ভোটের ফলাফলে তৃতীয় স্থান পান।
আওয়ামী লীগের প্রার্থীদের ভরাডুবির কারণ খুঁজতে গিয়ে দলীয় নেতা-কর্মী, ভোটার, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য প্রার্থী না দেওয়ায় এবং একাধিক বিদ্রোহী প্রার্থীকে দমাতে ব্যর্থতা, সাংগঠনিক দুর্বলতা, বিগত সময়ের চেয়ে সুষ্ঠু নির্বাচন হওয়ায় নৌকা প্রতীকের প্রার্থীরা পরাজিত হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজনৈতিক বিশ্লেষক বলেন, খাজুরা ইউপিতে প্রার্থী পরিবর্তন করায় নৌকার জয় হয়েছে। আবার জেলা নেতাদের দুই ভাগে বিভক্ত হওয়ায় এক পক্ষ বিদ্রোহীদের মদদ দিয়েছে, আরেক পক্ষ নৌকাকে বিজয়ী করতে চেষ্টা করেছে।
উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, বিপ্রবেলঘরিয়া ইউপিতে পাঁচজন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন। যার কারণে এ ইউপিতে নৌকা প্রার্থী তৃতীয় হয়েছেন। এসব বিদ্রোহী প্রার্থীকে ঠেকাতে দল কোনো উদ্যোগ নেয়নি। বিদ্রোহীদের দমানো গেলে এ ইউপিতে নৌকা বিজয়ী হতো।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর বলেন, দলের প্রতি তৃণমূলের নেতা-কর্মীদের আনুগত্য না থাকায় এবং একাধিক বিদ্রোহী প্রার্থীদের কারণের ফল বিপর্যয় হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু বলেন, এ ফলাফল দলের জন্য শুভ নয়। মনোনয়নে ভুল হওয়ায় একাধিক বিদ্রোহী প্রার্থী হয়েছেন। বিদ্রোহীদের দমাতে দলের পক্ষ থেকে চেষ্টা করেও বার্থ হয়েছেন তাঁরা। শক্তভাবে বিদ্রোহীদের নিয়ে বসার উদ্যোগ নেননি জেলা নেতারা।
নাটোরের নলডাঙ্গা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিনটিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর ভরাডুবি হয়েছে। পাঁচটি ইউপির মধ্যে দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও বিএনপি সমর্থিত স্বতন্ত্র একটিতে বিজয়ী হয়েছেন। উপজেলার দুটি ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জিতেছেন, তা-ও সামান্য ভোটের ব্যবধানে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, খাজুরা ইউপিতে নৌকা প্রতীকে সোহবার হোসেন মাত্র ২০৮ ভোট ও পিপরুল ইউপিতে নৌকা প্রতীকে কলিম উদ্দিন মাত্র ৫১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। বাকি তিনটিতে স্বতন্ত্র ও বিদ্রোহীদের কাছে আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটে পরাজিত হয়েছেন।
এ নির্বাচনে খাজুরা ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী না থাকলেও নৌকা প্রতীকের প্রার্থী সোহবার হোসেন ২০৮ ভোটের ব্যবধানে বিএনপি স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম ভুট্টুকে পরাজিত করে জয়লাভ করেছেন। পিপরুল ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী কলিম উদ্দিন মাত্র ৫১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী।
আবার মাধনগর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জব্বার মৃধার কাছে হেরেছেন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আমজাদ হোসেন দেওয়ান। ব্রহ্মপুর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফুজ্জামান মিঠু আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী রইস উদ্দিন রুবেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আশরাফুজ্জামান বিজয়ী হন। এখানে নৌকা প্রার্থী হাফিজুর রহমান বাবু ভোটের ফলাফলে তৃতীয় স্থান লাভ করেন।
এ ছাড়া বিপ্রবেলঘরিয়া ইউপিতে বিএনপি স্বতন্ত্র প্রার্থী শাহজাহান আলী বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তৌহিদুর রহমান লিটন। এখানেও নৌকা প্রার্থী জালাল উদ্দিনের ভোটের ফলাফলে তৃতীয় স্থান পান।
আওয়ামী লীগের প্রার্থীদের ভরাডুবির কারণ খুঁজতে গিয়ে দলীয় নেতা-কর্মী, ভোটার, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য প্রার্থী না দেওয়ায় এবং একাধিক বিদ্রোহী প্রার্থীকে দমাতে ব্যর্থতা, সাংগঠনিক দুর্বলতা, বিগত সময়ের চেয়ে সুষ্ঠু নির্বাচন হওয়ায় নৌকা প্রতীকের প্রার্থীরা পরাজিত হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজনৈতিক বিশ্লেষক বলেন, খাজুরা ইউপিতে প্রার্থী পরিবর্তন করায় নৌকার জয় হয়েছে। আবার জেলা নেতাদের দুই ভাগে বিভক্ত হওয়ায় এক পক্ষ বিদ্রোহীদের মদদ দিয়েছে, আরেক পক্ষ নৌকাকে বিজয়ী করতে চেষ্টা করেছে।
উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, বিপ্রবেলঘরিয়া ইউপিতে পাঁচজন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন। যার কারণে এ ইউপিতে নৌকা প্রার্থী তৃতীয় হয়েছেন। এসব বিদ্রোহী প্রার্থীকে ঠেকাতে দল কোনো উদ্যোগ নেয়নি। বিদ্রোহীদের দমানো গেলে এ ইউপিতে নৌকা বিজয়ী হতো।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর বলেন, দলের প্রতি তৃণমূলের নেতা-কর্মীদের আনুগত্য না থাকায় এবং একাধিক বিদ্রোহী প্রার্থীদের কারণের ফল বিপর্যয় হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু বলেন, এ ফলাফল দলের জন্য শুভ নয়। মনোনয়নে ভুল হওয়ায় একাধিক বিদ্রোহী প্রার্থী হয়েছেন। বিদ্রোহীদের দমাতে দলের পক্ষ থেকে চেষ্টা করেও বার্থ হয়েছেন তাঁরা। শক্তভাবে বিদ্রোহীদের নিয়ে বসার উদ্যোগ নেননি জেলা নেতারা।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে