Ajker Patrika

টাকা না নিয়ে ফিরলেন অনেকে

আপডেট : ১৪ জুন ২০২২, ১৪: ৫২
টাকা না নিয়ে ফিরলেন অনেকে

যশোরের ঝিকরগাছায় কমিউনিটি বেইজড হেলথ কেয়ার অপারেশনাল প্লানের আওয়াতাধীন ২০২১-২২ অর্থবছরে মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারসদের (এমএইচভি) মাসিক সম্মানি কম দেওয়ার অভিযোগ উঠেছে।

একসঙ্গে ১০ মাসের দেওয়া এ সম্মানিতে প্রতিজনকে ৪ হাজার টাকা করে কম দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে গতকাল সোমবার ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে টাকা না নিয়ে ফিরে গেছেন অনেকেই।

স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির (এইচপিএনএসপি) কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশনাল প্লানের আওতায় ২০১৯ সালে উপজেলার ৩২টি ক্লিনিকের কর্ম এলাকায় ১৬০ জনকে এমএইচভি পদে নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্তদেরকে প্রতি মাসে ৩ হাজার ৬০০ টাকা সম্মানি ধার্য্য করা হয়।

গত ১২ মে কমিউনিটি বেইজস হেলথ কেয়ারের লাইন ডাইরেক্টর ডাক্তার মাসুদ রেজা কবির স্বাক্ষরিত এক স্মারকে বলা হয়েছে, ২০২১-২২ অর্থবছরে মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারসদের (এমএইচভি) ১০ মাসে ৩৬ হাজার টাকা সম্মানি দেওয়া হলো। সম্মানি বিল থেকে আয়কর কর্তন করা যাবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

উপজেলার গঙ্গানন্দপুর গৌরসুটি কমিউনিটি ক্লিনিকের মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারস (এমএইচভি) আলী রাজ বলেন, ‘গত ১০ মাসের সম্মানি নিতে হাশপাতালে আসি। প্রতিমাসে ৩ হাজার ৬০০ টাকা করে দেওয়ার কথা। কিন্তু অডিটসহ নানা অজুহাতে প্রতিমাসে ৪০০ টাকা করে কেটে নেওয়া হয়েছে।’

নির্বাসখোলা কমিউনিটি ক্লিনিকের এমএইচভি মো. সাহেদুজ্জামান বলেন, ‘১০ মাসে ৩৬ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও নানা অজুহাত দেখিয়ে ৩২ হাজার ৩০০ টাকা আমাকে দিতে চাইলে না নিয়ে ফিরে আসি। সাহেদুজ্জামান আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এক চিঠিতে কোনো রকম সম্মানি কর্তন না করার নির্দেশনা থাকলেও তা মানা হয়নি। নিয়োগের পর থেকে নানা অজুহাতে আমাদের সম্মানি কর্তন করা হয়।’

হাজিরবাগ ইউনিয়নের দেউলী কমিউনিটি ক্লিনিকের এমএইচভি হাসনাহেনা বলেন, ‘গত ২৫ মে মাসিক মিটিংয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রশিদুল আলম স্যার বলেছিলেন আপনাদের সম্মানির টাকা কর্তন করা হবে না। কিন্তু এখন আবার টাকা কর্তন করা হলো।’

নির্বাসখোলা কমিউনিটি ক্লিনিক এমএইচভি নাজমুল হক বলেন, ‘দশ মাসের সম্মানি ৩৬ হাজার টাকা দেখিয়ে দেওয়া হচ্ছে ৩২ হাজার ৩০০ টাকা। টাকা দেওয়ার সময় ৩৬ হাজার টাকার বুঝিয়া পাইলাম মর্মে সইও নিচ্ছেন।’

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী ও তথ্য কর্মকর্তা শওকত উসমান বলেন, ‘আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নই। স্যারের (ইউএইচও) সঙ্গে কথা বলেন।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রশিদুল আলমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি একটি মিটিংয়ে আছি। পরে কথা বলব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত