Ajker Patrika

অতিরিক্ত সচিবের অনিয়ম: বিনা ভাড়ায় কোয়ার্টারে বাস, নিলেন প্লট-ফ্ল্যাটও

তোফাজ্জল হোসেন রুবেল, ঢাকা
অতিরিক্ত সচিবের অনিয়ম:  বিনা ভাড়ায় কোয়ার্টারে বাস, নিলেন প্লট-ফ্ল্যাটও

সাত মাস আগে অতিরিক্ত সচিব হিসেবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে যোগদান করেন তিনি। যোগ দেওয়ার পরপরই ব্যস্ত হয়ে পড়েছেন প্লট-ফ্ল্যাট বাগিয়ে নেওয়ার কাজে। প্রভাব খাটিয়ে স্বল্প সময়ের মধ্যেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উত্তরা প্রকল্পে বরাদ্দ নিয়েছেন ৫ কাঠা আয়তনের একটি প্লট। ঢাকার মোহাম্মদপুরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের (জাগৃক) প্রকল্প থেকে নিয়েছেন ১৮৫০ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট। শুধু তাই নয়, সবচেয়ে বড় সমালোচনার মুখে পড়েছেন রাজধানীর ইস্কাটনে ‘সচিব কোয়ার্টার’ হিসেবে পরিচিত অভিজাত ভবনে চার মাস বিনা ভাড়ায় বাস করে। এই কর্মকর্তার নাম মো. অলিউল্লাহ। অবশেষে গত বৃহস্পতিবার বদলি করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তাঁকে।

পূর্ত মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, রাজধানীর ইস্কাটনে গ্রেড-১ কর্মকর্তাদের জন্য প্রায় সাড়ে ৩ হাজার বর্গফুট আয়তনের অনেক বিলাসবহুল ফ্ল্যাট নির্মাণ করেছে সরকার। অতিরিক্ত সচিব অলিউল্লাহ পূর্ত মন্ত্রণালয়ে আসার পর সচিব কোয়ার্টার নামে পরিচিত এই আবাসন প্রকল্পের ৫২ নম্বর ভবনের ৪/বি ফ্ল্যাটটি বরাদ্দ নিয়ে বসবাস শুরু করেন।   চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে এই ফ্ল্যাটে বসবাস করলেও অনেকটা কৌশলে নথিপত্রে ফ্ল্যাটের বাস্তব দখল দেখাননি এই কর্মকর্তা। বাস্তব দখল না দেখানোর ফলে তাঁর বাসা ভাড়া সরকারি কোষাগারে জমা হয়নি। গ্রেড-১ কর্মকর্তাদের জন্য নির্ধারিত বাসায় এভাবে চার মাস বিনা ভাড়ায় থাকার বিষয়টি যখন মন্ত্রণালয়ের সবার মুখে মুখে, তখন সমালোচনা এড়াতে গত জুন মাসে নিজের বেতন থেকে বাসা ভাড়া কাটার বিষয়টি নিশ্চিত করেন তিনি।

এসব বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত সচিব মো. অলিউল্লাহ বলেন, ‘করোনাকালে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে দায়িত্বে থেকে জাতির জন্য অনেক কাজ করেছি। এসব ভালো কাজের পুরস্কার হিসেবে সরকার আমাকে প্লট-ফ্ল্যাট দিতেই পারে। এখানে দোষের কিছু নেই। আর বিনা ভাড়ায় থাকার বিষয়টি সঠিক নয়।’
জানা গেছে, অতিরিক্ত সচিব মো. অলিউল্লাহ  উত্তরা আবাসিক প্রকল্পের ১৬/জি ৮ নম্বর রোডের ১৩ নম্বর (৫ কাঠা আয়তনের) প্লটটি বরাদ্দ নেন সংরক্ষিত কোটায়। আর মোহাম্মদপুর হাউজিং এস্টেটের ফ্ল্যাটটিও নেন প্রভাব খাটিয়ে। জাগৃকের এই প্রকল্প থেকে ১৮৫০ বর্গফুট আয়তনের ফ্ল্যাটটি বরাদ্দ নিয়ে কিছুটা বিপাকেও পড়েছেন তিনি। কারণ এর আগে ফ্ল্যাটটি বরাদ্দ নিয়েছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মহাপরিচালক ও বর্তমানে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান। আজিজুর রহমান অতিরিক্ত সচিব থাকাকালীন ফ্ল্যাট বরাদ্দ নিয়ে কিছুদিন পর তা কর্তৃপক্ষের কাছে ফেরত দেন। কিন্তু তিনি সচিব হওয়ার পর পুনরায় ফ্ল্যাটটি বরাদ্দ পেতে আবেদন করেন। কিন্তু এরই মধ্যে উল্লিখিত ফ্ল্যাটটি মো. অলিউল্লাহ প্রভাব খাটিয়ে নিজ নামে বরাদ্দ নিয়ে নেন। বিষয়টি নিয়ে অলিউল্লাহ ও আজিজুর রহমানের মধ্যে টানাপোড়েনও দেখা দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত