Ajker Patrika

রাজাপুরে রাস্তার মাঝে পল্লী বিদ্যুতের খুঁটি!

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ৩০ জুলাই ২০২২, ১২: ০৩
রাজাপুরে রাস্তার মাঝে পল্লী বিদ্যুতের খুঁটি!

ঝালকাঠির রাজাপুরে পৃথক দুটি ব্রিজের ঢালে দুটি বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে সড়ক সংস্কারকাজ। রাস্তার মাঝে এমনভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা দুটি খুঁটি সড়কে যাতায়াতকারীদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

জানা গেছে, রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের গোপালপুর জগাইর হাটে নির্মাণাধীন সড়কের দুটি সেতুর ঢালে পল্লী বিদ্যুতের দুটি খুঁটি রেখেই চলছে কাজ। ওই বিদ্যুতের খুঁটি দুটি ৭-৮ বছর আগে বসানো হয়। তখন ওই সেতু দুটি ও রাস্তা সরু থাকায় ওই খুঁটি রাস্তার পাশে ছিল। এখন চওড়া করে নতুন সেতু নির্মাণ করা হয়েছে এবং রাস্তাও চওড়া করা হয়েছে। তাই ওই খুঁটি রাস্তার মধ্যে পড়ে গেছে। সড়কটি পাকা করার কাজ ওই সড়কের এক প্রান্ত দিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে। এলাকাবাসী বলেছেন, রাস্তা পাকাকরণের কাজ শেষ হওয়ার আগেই খুঁটি দুটি সরানো প্রয়োজন।

স্থানীয় ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম লালু জানান, গোপালপুর-জগাইরহাট সড়কের কেওতা সেতুর উত্তর পাড়ের ঢালে একটি ও জগাইর হাট এলাকার সেতুর পূর্ব পাড়ের ঢালে একটি বিদ্যুতের খুঁটি রয়েছে। পাকাকরণের কাজ করার আগে এগুলো সরাতে হবে।

উপজেলা পল্লী বিদ্যুতের এজিএম মধুসূদন রায় বলেন, বহু আগের বিদ্যুতের খুঁটি পূর্বের রাস্তার পাশেই ছিল। কিন্তু নতুন রাস্তা ও সেতু এক্সটেনশন করায় খুঁটি দুটি রাস্তার মধ্যে পড়ে গেছে। ওই খুঁটি সরাতে যে খরচ হবে, সেটা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) বহন করতে হবে। উপজেলা এলজিইডি প্রকৌশলী উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের বরাবর চিঠি দিলেও খুঁটি দুটি সরানোর ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রকৌশলী মো. জিয়ারুল ইসলাম বলেন, ‘ওই খুঁটি দুটি সরাতে ঠিকাদারসহ বিভিন্ন আনুষঙ্গিক কাজে ৫০ হাজার টাকা খরচ হতে পারে। সেই খরচ কে দেবে, এটা নিশ্চিত না হওয়ায় পল্লী বিদ্যুৎ বিভাগ খুঁটি সরাচ্ছে না। ইতিমধ্যে রাস্তার ঠিকাদার উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসে এ বিষয়ে চিঠি দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত