Ajker Patrika

ভারতীয় পোশাকে নজর বেশি দাম বেশি বলছেন ক্রেতা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১৫: ০৩
ভারতীয় পোশাকে নজর বেশি দাম বেশি বলছেন ক্রেতা

সাতক্ষীরার তালায় জমে উঠেছে ঈদের কেনাকাটা। করোনার কারণে প্রায় দুই বছরের বেশি সময় বন্ধ ছিল ঈদ বাজার। সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাবেচা। এতে করোনার লোকসান কিছুটা হলেও কাটিয়ে উঠতে চাইছেন ব্যবসায়ীরা।

তালা বাজার ও পাটকেলঘাটা বাজারের বিপণি বিতানগুলো ঘুরে দেখা গেছে, অন্যান্য বারের মতো এবারও মার্কেটে ভারতীয় পোশাকের আধিক্য। বিভিন্ন নামে বিক্রি হচ্ছে এসব পোশাক। তবে কাঁচাবাদাম থ্রিপিচ আর পুষ্পারাজ শাড়ির ওপর হুমড়ি খেয়ে পড়ছেন তরুণীরা।

তালা বাজারে কাপড় ব্যবসায়ী সৈয়দ বাচ্চু হোসেন জানান, করোনার কারণে প্রায় দুই বছর বসে থাকতে হয়েছে। তবে এবার করোনার প্রকোপ কম থাকায় বাজারে ক্রেতারা আসছেন। ঘুরে ঘুরে দেখছেন। পছন্দ হলে কেনাকাটা করছেন। তবে ঠিক সেভাবে জমছে না ঈদের বাজার।

তালা বাজারের কাপড় ব্যবসায়ী মো. আবদুর রহমান জানান, এ বছর ঈদ বাজারে দেশি সুতি থ্রিপিচের সঙ্গে ভারতীয় অরগেনজা, মেঘা, চান্দ্রিয়া, জয়পুরি এবং পাকিস্তানি সারারা গারারা বেশি বিক্রি হচ্ছে। এ ছাড়া আছে কাতান, বিবেক ইন্ডিয়ান, বাড়িস, কারচুপি, বালাহার, মটকা, কাশ্মীর কাতান থ্রিপিচ।

ক্রেতা কাজী রকি বলেন, বিগত দুই বছর ঈদ উপলক্ষে কেনাকাটা করতে পারিনি। এ সপ্তাহে বেশ কয়েকবার একাধিক মার্কেটে শপিং করতে এসেছি। কারণ শেষদিকে অনেক ভিড় হয়। তাই ভিড় এড়াতে আগেভাগেই কেনাকাটা শেষ করতে চাই। কিন্তু এ বছর সব জিনিসপত্রের দাম একটু বেশি মনে হচ্ছে।

ক্রেতা নাজমিন আক্তার জানান, ‘মেয়ের জন্য কেনাকাটা করতে এসেছি। চলতি সপ্তাহে নিজের ও আত্মীয়স্বজনের জন্য কেনাকাটা শেষ করতে চাই। মেয়ের জন্য নিয়েছি লেহেঙ্গা। ভালো-সুন্দর কালেকশন শেষ হয়ে যাবে তাই আগে ভাগে পোশাক কিনে নিয়েছি।’

কাপড় ব্যবসায়ী সংকর দাশ বলেন, ‘গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি ঠিক। তবে ক্রেতাদের সামর্থ্যরে মধ্যেই পড়ে এমন দামেই কাপড় বিক্রি করছি।’

তবে পাকিস্তানি সারারা গারারা, কাঁচা বাদাম, কাতান, বিবেক ইন্ডিয়ান থ্রি-পিচ সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বলে জানান তিনি। শাড়ির মধ্যে বেশি বিক্রি হচ্ছে খাড্ডি বেনারসি, চেন্নাই সিল্ক, নতুন কানজিবরণ, মন্দানি ও মহারাষ্ট্র। এ ছাড়া লেহেঙ্গার চাহিদাও বেড়েছে বেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত