Ajker Patrika

যুক্তরাষ্ট্রে থিসিস প্রতিযোগিতায় প্রথম খুবির সুমাইয়া

খুবি প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৬: ৪৭
যুক্তরাষ্ট্রে থিসিস প্রতিযোগিতায় প্রথম খুবির সুমাইয়া

যুক্তরাষ্ট্রের অউবার্ন বিশ্ববিদ্যালয়ে থ্রি মিনিট থিসিস (থ্রিএমটি) প্রতিযোগিতায় প্রথম হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রাক্তন শিক্ষার্থী সুমাইয়া রহমান। একই সঙ্গে দর্শকদের সর্বোচ্চ ভোট পেয়ে তিনি পিপলস চয়েস অ্যাওয়ার্ডও অর্জন করেছেন। ওই প্রতিযোগিতায় তিনি তার থিসিসের বিষয়-‘সাস্টেইনেবল ফুড প্যাকেজিং ফর ফিউচার ওয়ার্ল্ড’-উপস্থাপন করেন।

থ্রিএমটি হলো এমন একটি প্রতিযোগিতা যেখানে প্রতিযোগীদের ৩ মিনিটের মধ্যে তার গবেষণার বিষয়বস্তুকে এমনভাবে উপস্থাপন করতে হয় যাতে তা বিশেষজ্ঞদের পাশাপাশি সাধারণ মানুষও বুঝতে পারে।

জানা গেছে, সুমাইয়া রহমান খুবির ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের ১২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি অউবার্ন বিশ্ববিদ্যালয়ে স্কুল অব ফরেস্ট্রি এন্ড ওয়াইল্ড লাইফ সাইন্সেস-বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তিনি সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্স, ইনোভেশন এন্ড কমার্স-এ কর্মরত আছেন।

আরও জানা গেছে, ১২০ জন প্রতিযোগী নিয়ে ১ সেপ্টেম্বর থেকে প্রতিযোগিতাটি শুরু হয়েছিল। এরপরে ১১ নভেম্বর প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ১০ জন ফাইনালিস্টকে হারিয়ে প্রথম হয়েছেন সুমাইয়া। সামনে প্রদেশ ভিত্তিক থ্রিএমটি প্রতিযোগিতায় তিনি অউবার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবেন।

এ বিষয়ে সুমাইয়া রহমান বলেন, প্রথম হয়ে সত্যিই আমি আনন্দিত। আগামী দিনেও আমি আমার মেধা ও পরিশ্রম দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করার চেষ্টা করব। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি আরও বলেন, পড়াশোনার সঙ্গেই থাকতে চাই; অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে গবেষণায় অবদান রাখতে চাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত