Ajker Patrika

টিসিবির পণ্য পৌঁছায়নি দুর্গম পাহাড়ি এলাকায়

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ২৮ মার্চ ২০২২, ১০: ৪৩
টিসিবির পণ্য পৌঁছায়নি দুর্গম পাহাড়ি এলাকায়

রাঙামাটির কাপ্তাইয়ে উপকারভোগীদের মধ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি চলছে। এক সপ্তাহ আগে বিক্রি শুরু হলেও দুর্গম পাহাড়ি এলাকায় এখনো এই পণ্য পৌঁছানো সম্ভব হয়নি। ফলে পণ্য কিনতে পারছেন ওই এলাকার মানুষ।

২০ মার্চ উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) কলা বাগান সিবিএ অফিস চত্বরে টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রুহুল আমিন জানান, প্রথম দিন চন্দ্রঘোনা ইউপির ৫২২ জন কার্ডধারীকে টিসিবির পণ্য দেওয়া হয়েছে। পরবর্তীতে উপজেলার ৫টি ইউনিয়নে আরও ৭ হাজার ১২৯ কার্ডধারীকে এই পণ্য দেওয়া হয়েছে।

এদিকে উপজেলার দুর্গম রাইখালী ইউপির তিনছড়ি, ভালুক্যা, আড়াছড়ি, ডংনালা এলাকা; চিৎমরম ইউপির চাকুয়া, পেকুয়া, আমতলী পাড়া এবং কাপ্তাই সদর ইউপির হরিনছড়া, ভাইজ্যাতলি, বারুদগোলা এলাকার জনগণ টিসিবির পণ্য কেনা থেকে বঞ্চিত হচ্ছেন। ওই সব এলাকার বাসিন্দারের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে।

রাইখালীর দুর্গম ভালুক্যার বাসিন্দা আনন্দ তনচংগ্যা, শিরোমণি তনচংগ্যা, চিৎমরম ইউপির চাকুয়া পাড়ার উচিমং মারমা জানান, তাঁদের এলাকায় টিসিবির পণ্য বিক্রি হচ্ছে না। যেখানে বিক্রি হচ্ছে সেইখানে গিয়ে পণ্য নেওয়া সম্ভব না।

এ বিষয়ে জানতে চাই পিআইও রুহুল আমিন জানান, ‘আমরা উপজেলার ৫টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে অসহায় মানুষের মাঝে কার্ড বিতরণ করেছি। কিন্তু যোগাযোগ ব্যবস্থা অনেক খারাপ এমন অনেক দুর্গম এলাকায় টিসিবির মালবাহী গাড়ি নেওয়া সম্ভব হচ্ছে না। তবে প্রতিটি ইউনিয়নের নির্ধারিত পয়েন্ট থেকে সব কার্ড দেখিয়ে পণ্য নিতে পারবেন।’

গত ২০ মার্চ উপজেলায় টিসিবি পণ্য বিক্রি উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান। নিয়মানুযায়ী প্রতিটি কার্ডের বিপরীতে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল উপকার ভোগী পরিবারগুলো স্বল্প মূল্যে কিনতে পারছেন।

এই কার্যক্রমের মাধ্যমে স্বল্প আয়ের মানুষ রমজান মাসে কিছুটা স্বস্তি দেবে বলে আশা প্রকাশ করেন ইউএনও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত