Ajker Patrika

আ.লীগের ৬ নেতা দল থেকে বহিষ্কার

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৮: ২৫
আ.লীগের ৬ নেতা  দল থেকে বহিষ্কার

দলের নির্দেশ অমান্য করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় সিলেট জেলায় আওয়ামী লীগের ৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন, দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ নেছারুল হক বুস্তান, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম সাইস্তা ও শামিনুল হক শেবুল, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম আলম এবং জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আমিনুর রশিদ।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জানান, বহিষ্কৃতরা আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদের নির্বাচনে দল মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাঁরা দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। তাই দলের ৪৭ ধারার ১১ উপধারা অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

নাসির উদ্দিন আরও বলেন, গত ১০ অক্টোবর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় সিলেটে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। ওই সভায় আসন্ন ইউপি নির্বাচনে দলীয় চেয়ারম্যান পদপ্রার্থীদের জয়ী করতে সংগঠনের সর্বস্তরের নেতা–কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়টি জেলার মাধ্যমে পর্যবেক্ষণের সিদ্ধান্ত হয়। কিন্তু বিদ্রোহীরা কোনো সিদ্ধান্ত মানেননি।

এর আগে দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১১ জনকে বহিষ্কার করেছিল জেলা আওয়ামী লীগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত