Ajker Patrika

চট্টগ্রামে মহাসড়ক অবরোধ পরিবহন শ্রমিকদের, দুর্ভোগ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১০: ৪৫
চট্টগ্রামে মহাসড়ক  অবরোধ পরিবহন শ্রমিকদের, দুর্ভোগ

চট্টগ্রামে বাসচালককে পিটিয়ে হত্যার অভিযোগে চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকেরা। হাটহাজারী বাসস্ট্যান্ড জিরো পয়েন্ট এলাকায় গতকাল শনিবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত তিন ঘণ্টা ওই মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। এদিকে অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের।

চট্টগ্রামে নগরীর বায়েজীদ থানার আমিন জুটমিল ১ নম্বর গেট এলাকায় গত শুক্রবার সন্ধ্যায় একটি গাড়িকে পাশ কাটানোর সুযোগ না দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম থেকে হাটহাজারীগামী একটি বাসের চালক মো. আবদুর রহিমকে (৪৫) বেধড়ক মারধর করেন ওই গাড়ির আরোহীরা। গুরুতর আহত আবদুর রহিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাতে তিনি মারা যান। তাঁর বাড়ি রাউজান উপজেলার গহিরা আতুর্নির ঘাটা এলাকায়।

বাসচালকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গতকাল সকালে পরিবহন শ্রমিকেরা হাটহাজারী বাসস্ট্যান্ড জিরো পয়েন্ট এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদত হোসেন ও হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে বাসচালকের মৃত্যুর ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন পরিবহন শ্রমিকেরা।

শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. হারুন বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলমের সঙ্গে আলোচনা করেছি। তাঁরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আশ্বাস দিয়েছেন, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এ কারণে অবরোধ তুলে নেওয়া হয়েছে।’

চট্টগ্রাম পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান বলেন, ‘পরিবহন শ্রমিকেরা এই আন্দোলন করছেন। আমরাও এ ঘটনার দ্রুত বিচার দাবি করছি। দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনে যাব আমরা।’

হাটহাজারী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম গতকাল সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ঘটনাটি ঘটেছে বায়েজীদ থানায়। ওই থানা-পুলিশই এ বিষয়ে তদন্ত করবে। যে গাড়িটির আরোহীরা বাসচালক আবদুর রহিমকে মারধর করেছেন, সেই গাড়িটি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত