Ajker Patrika

কুয়াশায় ধীরগতিতে যানজট

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৭: ৩৪
কুয়াশায় ধীরগতিতে যানজট

ঘন কুয়াশার কারণে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গতকাল বুধবার যান চলাচল ব্যাহত হয়েছে। কুয়াশার কারণে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে পারেনি। ফলে ধীর গতিতে যান চলাচল করায় নির্দিষ্ট গন্তব্যে যেতে বাড়তি সময় লাগে। আবার কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয় জানিয়েছেন পরিবহন চালকেরা। এতে দুর্ভোগ পোহাতে হয়েছে মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের। আর হাইওয়ে পুলিশ বলছে কুয়াশার কারণে যানবাহনের গতি কম থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে। দুর্ঘটনা এড়াতে রাতে ফগলাইট ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।

সরেজমিনে সকাল সাড়ে সাতটায় ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতি উপজেলার জোকারচর নামক স্থানে দেখা যায়, মহাসড়কে যানজট রয়েছে। দূরপাল্লার বাস ও ট্রাক যানজটে আটকা পড়ে আছে। এ সময় পরিবহন চালকেরা বলেন এই যানজট বঙ্গবন্ধু সেতু থেকে কালিহাতি উপজেলার সল্লা পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এলাকা জুড়ে।

এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।

মহাসড়কের দুর্ভোগ নিয়ে কথা হয় সৈয়দপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী আলুভর্তি ট্রাক চালক মাসুমের সঙ্গে। তিনি বলেন, রাতে অনেক কুয়াশা পড়েছে। যে কারণে খুব আস্তে আস্তে গাড়ি চালাতে হয়েছে। তারপর বঙ্গবন্ধু সেতু পার হয়ে টাঙ্গাইল অংশে আসার পর থেকেই ঠেলে ঠেলে চালাতে হচ্ছে। আধা ঘণ্টার রাস্তা পার হতে প্রায় তিন ঘণ্টা লাগল।

ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা মাওয়াগামী ট্রাকের চালক বিপ্লব বলেন, পুরো রাস্তাই কুয়াশায় ঢাকা। রাতে ফগলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হয়েছে। তাও ঠিকমতো দেখা যায় না। খুব আস্তে আস্তে চালাতে হয়েছে। অনেক বেশি সময় লাগছে।

গাজীপুরের মাওনা থেকে পাবনার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রাক চালক মো. হাফিজ ও তার সহকারী মো. আব্দুল্লাহ বলেন, কুয়াশার কারণে সামনের কিছুই দেখা যায় না। সারা রাস্তা ধীর গতিতে চালাতে হয়েছে। টাঙ্গাইল আসার পর দেখি কুয়াশা আরও বাড়ছে। তাই এখানে (সদর উপজেলার রসুলপুর নামক স্থানে) অপেক্ষা করছি। এখন কুয়াশা কমছে কিন্তু সামনে যানজটের সৃষ্টি হয়েছে। কুয়াশারা কারণে আমাদের অনেক বেশি সময় লাগে। আবার সাবধানে না চালালে দুর্ঘটনা হয়। শীতের এই কয়দিন আমাদের গাড়ি চালাতে খুব কষ্ট হয়।

জোকারচর নামক স্থানে কথা হয় হাটতে থাকা সদর উপজেলার আব্দুল খালেক নামের এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, জরুরি কাজে সিরাজগঞ্জ যাচ্ছি। সকাল সাতটায় টাঙ্গাইল বাইপাস থেকে গাড়িতে চড়েছি। এক ঘণ্টায় সিরাজগঞ্জ পৌঁছে যাওয়ার কথা। কিন্তু আড়াই ঘণ্টায় জোকারচর পর্যন্ত আসছি। সেতু পার হতে পারিনি। আর কত সময় লাগবে এই যানজট কমতে, বুঝতে পারছি না। তাই গাড়ি থেকে নেমে হেঁটে সামনের দিকে যাচ্ছি। সামনে যানজট না থাকলে অন্য গাড়িতে করে যাওয়ার চেষ্টা করবে। তা না হলে কাজটা শেষ করে ফিরতে পারব বলে মনে হচ্ছে না।

এ ব্যাপারে টাঙ্গাইল পুলিশের সার্জেন্ট মো. মুশফিকুর রহমান বলেন, ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো তাদের স্বাভাবিক গতিতে চলতে পারে না। ধীর গতিতে চলাচল করে। এতে রাস্তায় গাড়ির চাপ বেড়ে যায়। আর ঘন কুয়াশার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে থাকে। তখনো যানজটের সৃষ্টি হয়। সকালে ঘন কুয়াশা থাকায় বুধবার ভোর রাত থেকে সকাল ৯টা পর্যন্ত মহাসড়কের সল্লা থেকে সেতু পর্যন্ত এলাকায় কিছুটা যানজট ছিল। পরে তা নিরসন হয়। আমরা চালকদের রাতে গাড়ি চালানোর সময় ফগলাইট ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকি। সেই সঙ্গে কুয়াশা বেড়ে গেলে ওভারটেক না করে সাবধানে গাড়ি চালানোর বিষয়ে বলা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত