পোস্টার-ফেস্টুন ছিঁড়ছে কারা

শরিফুল ইসলাম তনয়, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২১, ০৮: ০৬
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ০৯: ৫২

আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছেন সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপ্রত্যাশীরা। চালিয়ে যাচ্ছেন এলাকার সমাজপতি, বয়স্ক ও মুরুব্বিদের সঙ্গে ঘন ঘন যোগাযোগ। বাড়িয়ে দিচ্ছেন সামাজিক অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ। নানা কৌশলে আলোচনায় আনছেন নিজেদের কাউন্সিলর প্রার্থী হওয়ার ব্যাপারটি। তবে তফসিল ঘোষণার আগে থেকেই পোস্টার-ফেস্টুন ছিঁড়ে ফেলছে দুর্বৃত্তরা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ উঠান বৈঠকে চরম ক্ষোভ প্রকাশ করছেন তাঁরা।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ড। আসছে এবারের নির্বাচনে সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডে অর্ধশতাধিক কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এরই মধ্যে উঠান বৈঠক ও আলোচনা সভার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন কাউন্সিলর পদপ্রার্থীরা।

প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানে মনোনয়নপ্রত্যাশীরা ডিজিটাল ব্যানার ও ফেস্টুন এবং পোস্টার সাঁটিয়েছেন। পাড়া মহল্লার মসজিদে মসজিদে উপস্থিত হয়ে দোয়া চেয়ে বক্তব্য রাখছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নিজেদের জন্য দোয়া চাচ্ছেন। তবে অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা ব্যানার, ফেস্টুন ও পোস্টার টানালেও সেগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে। এর দায় এক প্রার্থী অন্য প্রার্থীকে করছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কের পাশে ঝুলছে মনোনয়নপ্রত্যাশীদের শুভেচ্ছা বাণী ও ভবিষ্যৎ উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র। তবে রাতের আঁধারে গোপনে মনোনয়নপ্রত্যাশীদের ব্যানার-ফেস্টুন, পোস্টার ছিঁড়ে ফেলা ও গায়েব করার ঘটনাও ঘটছে।

একাধিক মনোনয়নপ্রত্যাশীর দাবি, কে বা কারা রাতের আঁধারে পোস্টার ছিঁড়ে ফেলছে। দুর্বৃত্তরা চায় না আমরা প্রচারণা করি, জনগণ আমাদের সমর্থন করুক। ভীত হয়ে এসব পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।

সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা আহমেদ আজিজ ২ নম্বর ওয়ার্ডের ফেস্টুন ছেঁড়ার ঘটনায় ফেসবুক পোস্টে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ওরা আপনাদের পায়ের নখের যোগ্যতা রাখে না বলেই এই জঘন্য নোংরা কাজ করে। ধিক্কার জানাই ওইসব মানুষরূপী জানোয়ারকে, যাঁরা মনুষ্যত্বকে কলঙ্কিত করে নিজের নোংরা মনমানসিকতার বহিঃপ্রকাশ করে। মনঃক্ষুণ্ন হবেন না এতে আপনাদের জনপ্রিয়তা আরও বাড়বে ইনশা আল্লাহ।’

এ প্রসঙ্গে নাসিক ১ নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর আব্দুর রহিম মেম্বার সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘আপনারাই দেখুন কত ভীতু হলে একজন প্রার্থী এই কাজ করে? চাঁদাবাজের বিরুদ্ধে, অত্যাচারীর বিরুদ্ধে কথা বলছি বলে এই অবস্থা। সবচেয়ে নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত হলো এই বিদেশি ভাইয়েরা যাঁরা এখানে জমি কিনে বাড়ি করেছেন, তাঁরা আমাকে ভালোবেসে ফেস্টুন লাগাতেই যেন অপরাধ করেছে। রাতে আঁধারে লোকজন দিয়ে এসব করাচ্ছে। পাইনাদি শাপলা চত্বরেও আমার কয়েকটি ফেস্টুন লাগানো ছিল। ছুরি দিয়ে কেটে নষ্ট করে দিয়েছে। এর বিচার আপনাদের ওপর ছেড়ে দিলাম। কুকরের কাজ পায়ে কামড়ানো ওপরে নয়, আমিও যদি পায়ে কামড় দিই, তাহলে তো আমিও কুকুর হয়ে গেলাম।’

একই ওয়ার্ডে অপর কাউন্সিলর প্রার্থী যুবলীগ নেতা মাহমুদুর রহমান বলেন, ‘আমার বেশ কিছু ডিজিটাল ফেস্টুন ছুরি দিয়ে কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।’

সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা মহসিন ভূঁইয়া বলেন, ‘৮ নম্বর ওয়ার্ডের প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে ডিজিটাল ব্যানার ও ফেস্টুন সাঁটিয়েছি। কিন্তু রাতের আঁধারে অন্য কাউন্সিলর প্রার্থীর সমর্থকেরা আমার ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলেছে।’

পোস্টার ছেঁড়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে নাসিক ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ওমর ফারুক বলেন, ‘ডিজিটাল ব্যানার, ফেস্টুন সাঁটিয়ে শান্তি পাচ্ছি না। রাতের আঁধারে দুর্বৃত্তরা ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলছে। অনেক সময় ব্যানার, ফেস্টুন খুলে নিয়ে যাচ্ছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত