Ajker Patrika

নারী শ্রমিকদের কদর বেড়েছে

তালতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৩: ০১
নারী শ্রমিকদের কদর বেড়েছে

বরগুনার তালতলী উপজেলার ফকিরহাট মৎস্যঘাটে নারী শ্রমিকদের কদর বেড়েছে। নদীতে ইলিশ না থাকলেও রুপচাঁদা, পোয়া, ফ্যাহা, রামসোস, জাবা, ছুরি, ডাডি, ট্যাংরা, লটিয়া, সোনাপাতা, কাওইন ও চিংড়িসহ বিভিন্ন প্রজাতি মাছ ধরা পড়ছে জেলেদের জালে। এই মাছ বাছাই করার জন্য প্রয়োজন হয় নারী শ্রমিকের।

জানা যায়, উপজেলার একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্র হিসেবে পরিচিত ফকিরহাট মৎস্যঘাট। ইতিমধ্যে ফকিরহাট মৎস্যঘাটে মৎস্য অবতরণ উপকেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

একটি ড্রামের ভেতর রুপচাঁদা, পোয়া, ফ্যাহা, রামসোস, জাবা, ছুরি, ডাডি, ট্যাংরা, লটিয়া, সোনাপাতা, কাওইন ও চিংড়িসহ বিভিন্ন ধরনের মাছ থাকে। এসব মাছ বাজারজাত করার জন্য মাছগুলো আলাদা করতে হয়। প্রতি ড্রাম ২০০ টাকা চুক্তিতে নারী শ্রমিকদের দেওয়া হয়। দৈনিক একজন নারী শ্রমিক ১২ থেকে ১৪ ঘণ্টায় ২–৩টি ড্রামের মাছ আলাদা করে বাজারজাত করার জন্য প্রস্তুত করতে পারেন। এ জন্য ৪০০ থেকে ৬০০ টাকা মজুরি পেয়ে থাকেন তাঁরা।

নারী শ্রমিক আলেয়া বেগম বলেন, ‘এত অভাবে থাকি তবুও কারও কাছে হাত পাতি না। ভোর রাতে এ মৎস্যঘাটে কাজ করতে আসছি। আমাদের ঘর আছে কিন্তু ঘরের চাল নেই। আমার পরিবারের রোজগারের একমাত্র উপায় এটাই। তাই আমি কাজ না করলে পেটে ভাত দেওয়ার লোক নেই।’

আরেক নারী শ্রমিক চান ভানু বলেন, ‘এ ঘাটে কাজ করতে এলে অনেক সময় মানুষ নানা রকম বাজে কথা বলে। তখন খুব কষ্ট হয়। কিন্তু তখন নিজের মনকে বুঝ দিই যে, অসুস্থ স্বামী ও পরিবারের কথা চিন্তা করে এখানে কাজ করতে আসি।’

আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মজিবর রহমান ফরাজী বলেন, ‘এই শীত মৌসুমে নারী শ্রমিকদের একটু চাহিদা বেশি থাকে। এই সময় নদী থেকে বিভিন্ন জাতের মাছ শিকার করা হয়। এগুলো দেশের অনেক স্থানে সরবরাহ করা হয়। শুঁটকি করার কাজে এসব মাছ ব্যবহার করা হয়। এই মাছ বাছাই করার জন্য নারী শ্রমিক দরকার হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত