ফুলপুর প্রতিনিধি
ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার গোপালপুর থেকে ফুলপুর উপজেলার হরিরামপুর পর্যন্ত সড়কে একের পর এক ঘটছে দুর্ঘটনা। গত ২৫ দিনে সড়কের এই অংশে ১১টি দুর্ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন ৯ জন। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন।
স্থানীয় বাসিন্দারা বলছেন, যানবাহনের বেপরোয়া গতির কারণেই বেশির ভাগ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীর দাবি, যে সব স্থানে দুর্ঘটনা বেশি ঘটে সেসব এলাকাকে দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করে বিভিন্ন সতর্কতামূলক চিহ্ন দেওয়া দরকার। অন্যদিকে প্রশাসন বলছে, সড়কে বিভিন্ন চিহ্ন দেওয়ার জন্য সড়ক ও জনপথকে বলা হয়েছে। রাস্তার পাশে আরও বেশি সাইনবোর্ড দিয়ে চালকদের সতর্ক করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ দিনে এ সড়কের এ অংশে ১১টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে বা উল্টে যাওয়া, বাস-ট্রাকে, বাস-মাইক্রোবাসে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সব দুর্ঘটনায় নিহত হয়েছেন।
এই সড়কে প্রতিদিন যাওয়া-আসা করেন এনামুল কবীর বাবুল নামে একটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি বলেন, এ রাস্তা দিয়ে চলতে গিয়ে দারুণ ভয়ে থাকি।
সোহরাব নামে এক অটোরিকশাচালক বলেন, ‘গাড়ি চালানোর সময় অধিক সতর্ক থাকি। এরপরও দুর্ঘটনা ঘটে যায়। শুধু আমি একা না সবাই দ্রুত গতিতে গাড়ি চালায়।’
তোফাজ্জল হোসেন নামের এক বাসচালক বলেন, ‘রাস্তায় অসংখ্য সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও প্রাইভেট কার চলাচল করে। এসব সিএনজিচালিত অটোরিকশার চালক গাড়ি নিয়ে দ্রুত গতিতে (ওড়া দিতে চায়) ছুটে। তাই দুর্ঘটনা ঘটে। তা ছাড়া ওভারটেকিং প্রতিযোগিতার কারণে দুর্ঘটনা ঘটে।’
ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘দুর্ঘটনা রোধে প্রায়ই গাড়ির কাগজ যাচাই-বাছাই করা হয়। সতর্ক করা হয় চালকদের। অল্প কয়েক দিনের মধ্যেই মালিক এবং চালকদের নিয়ে সভা করব।’
ফুলপুর ইউএনও শীতেষ চন্দ্র সরকার বলেন, ‘সড়কে বিভিন্ন চিহ্ন দেওয়ার জন্য সড়ক ও জনপথকে বলা হয়েছে। রাস্তার পাশে আরও বেশি সাইনবোর্ড দিয়ে চালকদের সতর্ক করা হবে।’
ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার গোপালপুর থেকে ফুলপুর উপজেলার হরিরামপুর পর্যন্ত সড়কে একের পর এক ঘটছে দুর্ঘটনা। গত ২৫ দিনে সড়কের এই অংশে ১১টি দুর্ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন ৯ জন। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন।
স্থানীয় বাসিন্দারা বলছেন, যানবাহনের বেপরোয়া গতির কারণেই বেশির ভাগ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীর দাবি, যে সব স্থানে দুর্ঘটনা বেশি ঘটে সেসব এলাকাকে দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করে বিভিন্ন সতর্কতামূলক চিহ্ন দেওয়া দরকার। অন্যদিকে প্রশাসন বলছে, সড়কে বিভিন্ন চিহ্ন দেওয়ার জন্য সড়ক ও জনপথকে বলা হয়েছে। রাস্তার পাশে আরও বেশি সাইনবোর্ড দিয়ে চালকদের সতর্ক করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ দিনে এ সড়কের এ অংশে ১১টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে বা উল্টে যাওয়া, বাস-ট্রাকে, বাস-মাইক্রোবাসে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সব দুর্ঘটনায় নিহত হয়েছেন।
এই সড়কে প্রতিদিন যাওয়া-আসা করেন এনামুল কবীর বাবুল নামে একটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি বলেন, এ রাস্তা দিয়ে চলতে গিয়ে দারুণ ভয়ে থাকি।
সোহরাব নামে এক অটোরিকশাচালক বলেন, ‘গাড়ি চালানোর সময় অধিক সতর্ক থাকি। এরপরও দুর্ঘটনা ঘটে যায়। শুধু আমি একা না সবাই দ্রুত গতিতে গাড়ি চালায়।’
তোফাজ্জল হোসেন নামের এক বাসচালক বলেন, ‘রাস্তায় অসংখ্য সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও প্রাইভেট কার চলাচল করে। এসব সিএনজিচালিত অটোরিকশার চালক গাড়ি নিয়ে দ্রুত গতিতে (ওড়া দিতে চায়) ছুটে। তাই দুর্ঘটনা ঘটে। তা ছাড়া ওভারটেকিং প্রতিযোগিতার কারণে দুর্ঘটনা ঘটে।’
ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘দুর্ঘটনা রোধে প্রায়ই গাড়ির কাগজ যাচাই-বাছাই করা হয়। সতর্ক করা হয় চালকদের। অল্প কয়েক দিনের মধ্যেই মালিক এবং চালকদের নিয়ে সভা করব।’
ফুলপুর ইউএনও শীতেষ চন্দ্র সরকার বলেন, ‘সড়কে বিভিন্ন চিহ্ন দেওয়ার জন্য সড়ক ও জনপথকে বলা হয়েছে। রাস্তার পাশে আরও বেশি সাইনবোর্ড দিয়ে চালকদের সতর্ক করা হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে