Ajker Patrika

দখলে যাওয়া খাল পুনরুদ্ধারের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৩: ৫০
দখলে যাওয়া খাল পুনরুদ্ধারের ঘোষণা

দখল হয়ে যাওয়া নগরীর খালগুলো পুনরুদ্ধার করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি গতকাল মঙ্গলবার সকালে আন্দরকিল্লার পুরোনো নগর ভবনে কে বি আবদুচ সাত্তার মিলনায়তনে চসিকের ষষ্ঠ নির্বাচিত পরিষদের ১১তম সাধারণ সভায় এ ঘোষণা দেন।

সভাপতির বক্তব্যে মেয়র বলেন, জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের আওতায় নগরীর ৩৫টি খাল খনন ও সম্প্রসারণ করা হলেও ২১টি খাল বাইরে থেকে গেছে। সিএস খতিয়ানে এগুলোর অস্তিত্ব থাকলেও এখানে বহুতল ভবনসহ নানা ধরনের স্থাপনা রয়েছে। দখল করা এই খালগুলো চিহ্নিত করে এগুলো অবশ্যই পুনরুদ্ধার করা হবে। এই খালগুলো চিহ্নিত করতে উপস্থিত কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান তিনি।

রেজাউল করিম চৌধুরী বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে বাস্তবায়নাধীন প্রকল্পের কাজে অধিকতর গতিশীলতা চাই। শুকনো মৌসুমে মেগা প্রকল্প বাস্তবায়নের প্রতিবন্ধকগুলো সরিয়ে ফেলতে হবে। ছোট-বড় নালা নর্দমা ও খালগুলো থেকে আবর্জনা, মাটি ও পলিথিন সরিয়ে ফেলা হবে।’

রেজাউল করিম চৌধুরী আরও বলেন, চসিক মশা নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আলোকায়নকে অগ্রাধিকার দেয়। মশক নিধনে আলাদা ফোর্স করা হবে। এদের আলাদা পোশাক হবে। মশক নিধনে যে ওষুধ ছিটানো হয় তার কার্যকারিতা যাচাই করা হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতায় নগরীকে ৬টি জোনে ভাগ করা হয়েছে বলেও জানান তিনি।

চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, মো. গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত