Ajker Patrika

বাজিতপুরে নতুন ভোটার ১৫ হাজার ৩২২ জন

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
বাজিতপুরে নতুন ভোটার  ১৫ হাজার ৩২২ জন

কিশোরগঞ্জের বাজিতপুরে একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে ১৯ হাজার ২১৯ জন নতুন ভোটারের তালিকা হালনাগাদ করা হয়েছে। একই সময় মৃত ৪ হাজার ৩৪৬ জন ভোটারকে কর্তন ও স্থানান্তর হন ৪৮০ জন। ১৮ বছরের ঊর্ধ্বে নতুন ভোটার হন ১৫ হাজার ৩২২ জন। তার মধ্যে পুরুষ ৮ হাজার ১৮৪ আর মহিলা ৭ হাজার ১৩৮ জন।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাজিতপুর উপজেলায় মোট ভোটার ছিল ১ লাখ ৭৮ হাজার ১৭৮ জন। ২০২২ সালের ভোটার তালিকা হালনাগাদ সংযোজন ও বিয়োজনে মোট ভোটার দাঁড়ায় ১ লাখ ৯৬ হাজার ৭৩৭ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, গত মাসে বাজিতপুর উপজেলার এক পৌরসভা ও ১১টি ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে তালিকা হালনাগাদ করা হয়। এ সময় মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ ও ভোটার স্থানান্তরের কার্যক্রম সম্পন্ন হয়। খন্দকার জাহাঙ্গীর হোসেন আরও জানান, এরপরও যে-কেউ নির্বাচন অফিসে গিয়ে তথ্য-প্রমাণ দিয়ে ভোটার হওয়ার সুযোগ রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত