Ajker Patrika

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী নিহত, আহত ১ 

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী নিহত, আহত ১ 

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মেহেদী হাসান ডালিম (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোলা-দৌলতখান আঞ্চলিক মহাসড়কের গোডাউন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় নিহতের বন্ধু সালাউদ্দিন (২২) আহত হয়েছেন। 

নিহত ডালিম দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জাকির হোসেনের ছেলে। তিনি ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। 

আহত সালাউদ্দিন ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই বন্ধু ডালিম ও সালাউদ্দিন মিলে মোটরসাইকেলে করে বাংলাবাজার থেকে দৌলতখানে যাচ্ছিলেন। পথিমধ্যে ভোলা-দৌলতখান আঞ্চলিক মহাসড়কের গোডাউন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশে দাঁড়ানো একটি ট্রলিকে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। এ সময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। 

ঘটনার পরপরই স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ডালিম ও সালাউদ্দিনকে বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে ডালিম মারা যান। 

ভোলা বাংলাবাজার পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শেখ ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ভোলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত