Ajker Patrika

হাট ইজারা নিয়ে মার্কেট নির্মাণ!

মোহাম্মদ কামাল হোসেন, ঘাটাইল
আপডেট : ১৩ জুন ২০২২, ১০: ০৩
হাট ইজারা নিয়ে মার্কেট নির্মাণ!

ঘাটাইল উপজেলার ধলাপাড়া হাট ইজারা নিয়ে সেখানে মার্কেট নির্মাণ করে দোকান বরাদ্দ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ইজারাদারের বিরুদ্ধে। ব্যবসায়ীদের অভিযোগ, প্রশাসনের অনুমতি না নিয়েই তিনি এই মার্কেট নির্মাণ করছেন। এতে হাটে ব্যবসা করা তিন শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন। সম্প্রতি ক্ষতিগ্রস্ত ৫০ জন ব্যবসায়ী এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, ধলাপাড়া হাটটি সম্প্রতি এক বছরের জন্য ২০ লাখ ৭১ হাজার টাকায় ইজারা নেন উপজেলার গাংগাইর গ্রামের শফিকুল ইসলাম শফি। ইজারাদারেরা সাধারণত ছোট ছোট ভিটা তৈরি করে স্থানীয় ব্যবসায়ীদের কাছে জায়গা বরাদ্দ দেন। দীর্ঘদিন ধরে এ নিয়ম চলছে।

হাটের ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, এ বছর ইজারা নিয়েই ইজারাদার শফিকুল ইসলাম হাটের এক অংশ থেকে আগে বরাদ্দ পাওয়া ব্যবসায়ীদের উচ্ছেদ করেন। উচ্ছেদের পর শফিকুল ব্যবসায়ীদের জানান, হাটের এক অংশে মার্কেট নির্মাণ করে দোকান বরাদ্দ দেওয়া হবে।

সরেজমিনে দেখা গেছে, হাটের সামনের অংশে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে বরাদ্দ দেওয়া ছোট ছোট ভিটিগুলো ভেঙে সেখানে স্থায়ী দোকানঘর নির্মাণ করা হচ্ছে।

ব্যবসায়ীরা আরও জানান, শফিকুল নতুন করে ৪৮টি নতুন দোকান নির্মাণ করেছেন। সেই দোকান বরাদ্দ নেওয়ার জন্য ব্যবসায়ীদের কাছে ৪ থেকে ৫ লাখ টাকা জামানত দাবি করছেন। অথচ আগে এসব ভিটা বছরে দেড় হাজার টাকায় বরাদ্দ দেওয়া হতো। দোকান বরাদ্দের ক্ষেত্রে উচ্ছেদ করা ব্যবসায়ীদের অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না।

দক্ষিণ ধলাপাড়া গ্রামের সেন্টু মিয়া হাটের একটি ভিটিতে বাদাম বিক্রি করতেন। বাদাম বিক্রি করেই চলে তাঁর সংসার। তিনি জানান, ইজারাদার সম্প্রতি তাঁকে জানিয়েছেন, নতুন করে দোকান নিতে হলে সাড়ে চার লাখ টাকা দিতে হবে। টাকা দিতে না পারায় তাঁকে দোকান বরাদ্দ দেওয়া হয়নি।

একইভাবে অভিযোগ করেন ব্যবসায়ী ফরমান, শুকুর মাহমুদ, শাহনাজ মিয়া। তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে এই হাটে ব্যবসা করছেন তাঁরা। কিন্তু ইজারাদার যেভাবে টাকা চাইছেন, তাতে ছোট ব্যবসায়ীরা দোকান নিতে পারবেন বলে মনে হয় না।

এ বিষয়ে ধলাপাড়া ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আব্দুল আওয়াল বলেন, হাটটি এক বছরের জন্য শফিকুল ইসলামের কাছে ইজারা দেওয়া হয়েছে। কিন্তু ইজারা দেওয়া হাটের মধ্যে মার্কেট নির্মাণ করার অনুমতি আছে কি না, জানতে চাইলে তিনি এ ব্যাপারে কিছু জানেন না বলে জানান।

হাটের ইজারাদার শফিকুল ইসলাম বলেন, ‘ইজারা নেওয়া হাটে আমি কিছু নতুন দোকান নির্মাণ করেছি। এখন কর্তৃপক্ষ যদি এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয়, আমাকে তা মেনে নিতে হবে।’

সহকারী কমিশনার (ভূমি) মোছা. ফারজানা ইয়াসমিন জানান, ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগের ব্যাপারে খোঁজ নিয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিয়া চৌধুরী বলেন, ‘অভিযোগ পেয়েছি। আমি যোগদানের আগে এ হাট বরাদ্দ দেওয়া হয়েছে। তবে হাটের জায়গায় মার্কেট নির্মাণ ও দোকান বরাদ্দ দেওয়া নিয়ে কোনো অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত