Ajker Patrika

ভূঞাপুরে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

ভূঞাপুর প্রতিনিধি
আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১৪: ২৯
ভূঞাপুরে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

ভূঞাপুরে স্বাস্থ্যবিধি অমান্য ও পলিথিন ব্যাগ ব্যবহার করায় তিন ব্যবসায়ীসহ ৯ জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান এ অভিযান পরিচালনা করেন।

এ সময় উপজেলা বাসস্ট্যান্ড ও বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চাল ব্যবসায়ী কামরুল ইসলামকে ১০ হাজার, বেলাল হোসেনকে ১০ হাজার এবং খোদা বক্সকে ৫ হাজার টাকা এবং অন্য ছয়জনকে স্বাস্থ্যবিধি অমান্য করায় ২ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, দেশে করোনায় আক্রান্তের পর বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা দিয়েছে সরকার। ফলে উপজেলার হাট-বাজারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ছয়জনকে ২ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া চাল বিক্রিতে পাট দিয়ে তৈরি বস্তা ব্যবহার না করে পলিথিনের বস্তা ব্যবহার করায় তিন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান আজকের পত্রিকাকে বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত বিধিনিষেধ মানতে কঠোর অবস্থানে প্রশাসন। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত