Ajker Patrika

পলিথিন দিয়ে ঢেকেও খেত রক্ষা হচ্ছে না

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১৫: ০০
পলিথিন দিয়ে ঢেকেও খেত রক্ষা হচ্ছে না

বৈরী আবহাওয়া, সার ও কীটনাশকের দাম বাড়ায় কুড়িগ্রামের ফুলবাড়ীর আগাম সবজিচাষিরা বিপাকে পড়েছেন। ফুলকপি ও বাঁধাকপির চারা মরে যাচ্ছে। পলিথিন-কাঁথা দিয়ে ঢেকেও রক্ষা করা যাচ্ছে না খেত।

দিকে কৃষি বিভাগ থেকে সারের সংকট নেই বলা হলেও কৃষকেরা চাহিদামতো সার পাচ্ছেন না। পেলেও দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। 
ফুলবাড়ী উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, চলতি মৌসুমে উপজেলার ফুলমতি, চওড়াবাড়ি, ধুলারকুটি, কুরুষাফেরুষা, শিমুলবাড়ী ও জায়গির এলাকায় আগাম ফুলকপি ও বাঁধাকপি চাষ করা হচ্ছে। গত বছর ৭০ হেক্টর জমিতে আগাম চাষ করা হলেও এবার ৯০ হেক্টর জমিতে এই সবজি দুটি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত চারা তৈরির কাজ করা হয়।

ফুলবাড়ীতে সবজির আধারখ্যাত নাওডাঙ্গার বালাতাড়ি, শিমুলবাড়ী, ফুলমতি ও জায়গিরে চাষ হচ্ছে আগাম ফুলকপি ও বাঁধাকপি। বাজারে শীতের এই সবজির চাহিদা থাকায় কয়েক বছর ধরে এখানকার কৃষকেরা আগাম চাষ করছেন; কিন্তু চলতি বছর অতিরিক্ত বৃষ্টিপাত আর প্রখর রোদের কারণে বীজতলায় ব্যাপক ক্ষতি হয়েছে। সার ও কীটনাশকের মূল্যবৃদ্ধির কারণে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে কৃষকদের। ফলে আগাম চাষ করে এবার বিপাকে পড়েছেন চাষিরা।

উপজেলার বালাতাড়ি এলাকার কৃষক মাহাবুব হোসেন জানান, দিনদিন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে প্রান্তিক চাষিরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। যারা জমি বর্গা নিয়ে আগাম সবজি চাষ করেছেন তাঁরা অতিরিক্ত খরচের চাপে দিশেহারা হয়ে পড়েছেন। গতবার যে বীজ ৪০০ টাকা দরে কেনা হয়েছিল এবার তা বিক্রি হচ্ছে ৫০০ টাকায়।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সবুর হোসেন বলেন, ‘আবহাওয়ার বৈরী অবস্থা ৫ অক্টোবর পর্যন্ত চলবে। হালকা বৃষ্টি হতে পারে। ১০-১১ অক্টোবর ভারী বৃষ্টিপাত হতে পারে।

ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জানান,  সম্প্রতি খরা ও বৃষ্টির কারণে চারার কিছুটা ক্ষতি হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত