Ajker Patrika

প্রতিবন্ধী নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১০: ০৭
প্রতিবন্ধী নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ

বরিশালের আগৈলঝাড়ায় পূর্ববিরোধের জের ধরে এক দৃষ্টিপ্রতিবন্ধী নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামের এসকেন্দার বেপারীর দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে মিলি খানমকে (৫১) জমি নিয়ে বিরোধের জেরে একই বাড়ির খোকন বেপারীর ছেলে সাগর বেপারী মারধর করেন।

মিলি খানমের ভাই রহমত হোসেন জানান, একই বাড়ির খোকন বেপারীর ছেলে সাগর বেপারী, তাঁর মামা আব্বাস বেপারী ও আনোয়ার বেপারীর সঙ্গে দীর্ঘদিন যাবৎ বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের কারণেই গত মঙ্গলবার বিকেলে তাঁর প্রতিবন্ধী বোনকে পিটিয়ে গুরুতর হত করা হয়েছে। তাঁকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হযেছে।

প্রতিপক্ষের সাগর ব্যাপারীর কাছে এ ব্যাপারে জানতে চাইলে আজকের পত্রিকাকে বলেন, ‘তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিবন্ধী মিলি খানমের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আলামিন হোসেন জানান, আহত প্রতিবন্ধী নারীর শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় প্রতিবন্ধী মিলি খানমের ভাই রহমত হোসেন আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম এ ব্যাপারে আজকের পত্রিকাকে বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিন পরিদর্শন শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত