সবজির গ্রাম পাঙ্গাশিয়া

মনজুর রহমান, লালমোহন, ভোলা
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৭: ১৬
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১১: ১৯

যত দূর চোখ যায়, দেখা মেলে শুধু সবুজ আর সবুজ খেত। এ সব খেতে উৎপাদিত সবজির মধ্যে রয়েছে মুলা, গাজর, শসা, বেগুন, পেঁয়াজ, শিম, ফেলন ডাল, মুগ ডাল, আলু, কুমড়া, চীনাবাদাম, টমেটো ও কাঁচা মরিচ। খেত পরিচর্যায় ব্যস্ত চাষিরা। এ চিত্র ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের।

জানা গেছে, উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের প্রায় ৭০ ভাগ মানুষ কৃষিকাজে নিয়োজিত। নিজের জমি বা অন্যের জমি বর্গা নিয়ে সবজির আবাদ করছেন চাষিরা। মাটি ও আবহাওয়া অনুকূল থাকায় ফলন বেশ ভালো। শীতকালীন সবজি আবাদ করে বেশ লাভবান হচ্ছেন চাষিরা। সবজি চাষ করে অনেকের ভাগ্য বদলেছে।

চলতি মৌসুমে ফলনে কোনো বিপর্যয় না থাকায় বাম্পার ফলন হবে বলে আশা চাষিদের। পাঙ্গাশিয়া গ্রামের কৃষক মো. শহিদুল ইসলাম বলেন, ‘২৬০ শতাংশ জমিতে শসা, টমেটো, আলু, বাঁধাকপি, রেখা, আলু ও মুলার চাষ করেছি। উৎপাদন খরচ বাদে প্রায় ৩ লাখ টাকা লাভ হতে পারে। গত বছর সবজি বিক্রি করে ২ লাখ টাকা লাভ হয়।’

কৃষক আওলাদ বেপারি বলেন, ‘১২ গন্ডা জমিতে আলু, মরিচ, বাদাম ও ক্ষীরা চাষ করেছি। খেতে ফসলের অবস্থা ভালো। ফলন ঠিকঠাক হলে ভালো লাভ হবে।’

কৃষক সালাউদ্দিন জানান, শীতকালীন সবজিতে কোনো পোকার আক্রমণ নেই। আবহাওয়া অনুকূলে, তাই ফলনে বিপর্যয় হবে না। বাম্পার ফলন হবে। কৃষকেরা খুশি।

এ ব্যাপারে লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা এ এফ এম সাহাবুদ্দিন বলেন, পশ্চিম চর উমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে চলতি বছর সবজির ভালো ফলন হয়েছে। ৪৫ হেক্টর জমিতে সবজি আবাদ করেছেন ৪ হাজার কৃষক।

কৃষকদের বিভিন্ন সময়ে প্রশিক্ষণ, পরামর্শ ও উন্নত প্রযুক্তি ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে। এখানকার সবজি বিভিন্ন জেলায় বিক্রি হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত