বকেয়া বিল পরিশোধ করতে মাইকিং

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২২, ০৪: ৪২
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৩: ০৮

সিরাজগঞ্জের তাড়াশে পল্লী বিদ্যুৎ সমিতির বকেয়া বিল আদায়ে উপজেলায় মাইকিং করা হচ্ছে। গ্রাহকদের গত বছরের প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা বিল বকেয়া আছে। সেই বিল তুলতে এলাকায় চলছে মাইকিং।

তাড়াশ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস সূত্রে জানা গেছে, শতভাগ বিদ্যুতের আওতায় থাকা উপজেলার ৮ ইউনিয়ন ও ১টি পৌরসভায় গ্রাহক আছেন ৬১ হাজার। কিন্তু গত বছর উপজেলা সদরসহ বিভিন্ন গ্রামের গ্রাহকেরা প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ না করে বকেয়া রেখেছেন। এদিকে বিপুল অঙ্কের ওই বকেয়া বিল তুলতে তাড়াশ পৌর শহরসহ বিভিন্ন স্থানে সতর্কতামূলক মাইকিং শুরু করেছেন। এতে বলা হচ্ছে, ১০ কার্যদিবসের মধ্যে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করলে বিল বকেয়া রাখার দায়ে গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

এ প্রসঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির তাড়াশ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আশরাফ আলী খান বলেন, সারা বছর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার পরও গ্রাহকেরা বিদ্যুৎ বিল বকেয়া রাখায় বিষয়টি দুঃখজনক। তাই বিদ্যুৎ বিল বকেয়া রাখা গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত