Ajker Patrika

আক্কেলপুরে ডোপ টেস্ট মাদকাসক্তদের পদ নয়

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৬: ২৯
আক্কেলপুরে ডোপ টেস্ট  মাদকাসক্তদের পদ নয়

জয়পুরহাটের আক্কেলপুরে পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ সম্মেলন ১০ ডিসেম্বর। সম্মেলনে পৌর ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের সভাপতি-সম্পাদক পদে পদপ্রার্থী ৩০ নেতা-কর্মীর ডোপ টেস্ট করানো হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রমতে, দেশের চলমান পরিস্থিতিতে দলের স্বচ্ছতা ফেরাতে নেতা-কর্মীদের ডোপ স্টেট করা হচ্ছে।

ডোপ টেস্টে যাঁদের ফল ভালো আসবে, শুধু তাঁরাই সম্মেলনে প্রার্থী হতে পারবেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান কবিরের ব্যক্তিগত অর্থায়নে গতকাল থেকে এ ডোপ টেস্ট করানো হচ্ছে।

উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় সূত্রে জানা গেছে, দেশে চলমান পরিস্থিতিতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের শৃঙ্খলা ফেরাতে কোনো মাদকাসক্ত নেতা-কর্মী দলের দায়িত্বশীল পদে আসতে পারবে না। সম্মেলনে পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে ৭ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, পৌর ছাত্রলীগের সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৬ জন এবং পৌর যুবলীগের সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের কাছে লিখিত আবেদন করেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওই আবেদনকারীদের প্রত্যেককে ডোপ টেস্ট করানোর ব্যবস্থা করেন।

পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে পদপ্রত্যাশী প্রার্থী লুৎফর রহমান উৎপল বলেন, মাদকমুক্ত দল গঠনে এবং দলের শৃঙ্খলা ফেরাতে এমন উদ্যোগ আসলেই প্রশংসনীয়।

পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম স্বাধীন মাস্টার বলেন, কোনো মাদকাসক্ত নেতা বা কর্মীদের দিয়ে দল চলতে পারে না। সম্মেলনে স্বচ্ছ প্রক্রিয়ায় ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করা হবে বলে তিনি আশা করেন।

পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস আই টুটুল বলেন, ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে ৭ জন এবং সাধারণ সম্পাদক পদে ৪ জন আবেদন দিয়েছেন। তাঁদের প্রত্যেকের ডোপ টেস্ট করানো হবে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান কবির বলেন, আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজ মাঠে ১০ ডিসেম্বর বেলা তিনটা থেকে যৌথ সম্মেলন হবে। এবারের সম্মেলনে মাদকাসক্ত কোনো ব্যক্তি দলের কোনো পদ পাবে না। এর জন্য পদপ্রত্যাশী নেতা-কর্মীদের ডোপ টেস্ট করানো হচ্ছে। ওই টেস্টে যাঁরা পজিটিভ হবেন, তাঁদের প্রার্থিতা বাতিল হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত