বিনোদন প্রতিবেদক, ঢাকা
নতুন পরিচয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী রুনা খান। অনেক বছর ধরে নাটক, বিজ্ঞাপন ও বিভিন্ন অনুষ্ঠান দিয়ে টিভির পর্দার নিয়মিত মুখ হয়ে উঠেছেন তিনি। তবে টেলিভিশনে এবারই প্রথম রুনা খানকে দেখা যাবে উপস্থাপক হিসেবে। দুরন্ত টিভিতে আগামী ৫ মে থেকে শুরু হচ্ছে নতুন গেম শো ‘দুরন্ত ফ্যামিলি’। প্রতি শুক্র ও শনিবার বেলা ২টা এবং রাত ৯টায় দেখা যাবে এই শো। ৫২ পর্বের এই শিশুতোষ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন রুনা খান।
শিশুতোষ অনুষ্ঠানের সঙ্গে রুনা খানের সংশ্লিষ্টতা এই প্রথম নয়। এর আগে ক্যারিয়ারের শুরুর দিকে সিসিমপুরের সুমনা চরিত্রটি তাঁকে ব্যাপক পরিচিতি এনে দিয়েছিল। অনেক দিন পর ‘দুরন্ত ফ্যামিলি’র মাধ্যমে আবারও শিশুদের জন্য কোনো কাজ করলেন রুনা। তিনি বলেন, ‘অনুষ্ঠানের পুরো টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো। আমরা টানা ২২ দিন এফডিসিতে সেট ফেলে শুটিং করেছি। ৫২ পর্বে মোট ১০৪টি পরিবারের সঙ্গে কাজ হয়েছে আমাদের। সারা দেশ থেকে বাছাই করে পরিবারগুলোকে নিয়ে আসা হয়েছে। এই যে এত ধরনের পরিবারের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, এটা আমাকে অন্য রকম এক অভিজ্ঞতা এনে দিয়েছে।’
‘দুরন্ত ফ্যামিলি’ অনুষ্ঠানের পরিচালক পার্থ প্রতিম হালদার ও জামাল হোসেন আবির জানিয়েছেন, প্রতি পর্বে চার সদস্যবিশিষ্ট দুটি পরিবার অংশ নেবে। অনুষ্ঠানের প্রথম রাউন্ড ‘ডানপিটে’, দ্বিতীয় রাউন্ড ‘কী মুশকিল’, তৃতীয় রাউন্ড ‘বিষম কাণ্ড’, চতুর্থ রাউন্ড ‘আবোলতাবোল’ এবং শেষ রাউন্ড ‘শব্দ কল্প দ্রুম’। প্রতি রাউন্ডের খেলায় বিজয়ী একটি করে পুরস্কার পাবে এবং সেই রাউন্ড থেকে প্রাপ্ত নম্বর দলীয় নম্বরের সঙ্গে যোগ হবে। সবশেষে যে দল বেশি নম্বর পাবে, সেই দল বিজয়ী ঘোষিত হবে এবং একটি মেগা পুরস্কার পাবে।
নতুন পরিচয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী রুনা খান। অনেক বছর ধরে নাটক, বিজ্ঞাপন ও বিভিন্ন অনুষ্ঠান দিয়ে টিভির পর্দার নিয়মিত মুখ হয়ে উঠেছেন তিনি। তবে টেলিভিশনে এবারই প্রথম রুনা খানকে দেখা যাবে উপস্থাপক হিসেবে। দুরন্ত টিভিতে আগামী ৫ মে থেকে শুরু হচ্ছে নতুন গেম শো ‘দুরন্ত ফ্যামিলি’। প্রতি শুক্র ও শনিবার বেলা ২টা এবং রাত ৯টায় দেখা যাবে এই শো। ৫২ পর্বের এই শিশুতোষ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন রুনা খান।
শিশুতোষ অনুষ্ঠানের সঙ্গে রুনা খানের সংশ্লিষ্টতা এই প্রথম নয়। এর আগে ক্যারিয়ারের শুরুর দিকে সিসিমপুরের সুমনা চরিত্রটি তাঁকে ব্যাপক পরিচিতি এনে দিয়েছিল। অনেক দিন পর ‘দুরন্ত ফ্যামিলি’র মাধ্যমে আবারও শিশুদের জন্য কোনো কাজ করলেন রুনা। তিনি বলেন, ‘অনুষ্ঠানের পুরো টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো। আমরা টানা ২২ দিন এফডিসিতে সেট ফেলে শুটিং করেছি। ৫২ পর্বে মোট ১০৪টি পরিবারের সঙ্গে কাজ হয়েছে আমাদের। সারা দেশ থেকে বাছাই করে পরিবারগুলোকে নিয়ে আসা হয়েছে। এই যে এত ধরনের পরিবারের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, এটা আমাকে অন্য রকম এক অভিজ্ঞতা এনে দিয়েছে।’
‘দুরন্ত ফ্যামিলি’ অনুষ্ঠানের পরিচালক পার্থ প্রতিম হালদার ও জামাল হোসেন আবির জানিয়েছেন, প্রতি পর্বে চার সদস্যবিশিষ্ট দুটি পরিবার অংশ নেবে। অনুষ্ঠানের প্রথম রাউন্ড ‘ডানপিটে’, দ্বিতীয় রাউন্ড ‘কী মুশকিল’, তৃতীয় রাউন্ড ‘বিষম কাণ্ড’, চতুর্থ রাউন্ড ‘আবোলতাবোল’ এবং শেষ রাউন্ড ‘শব্দ কল্প দ্রুম’। প্রতি রাউন্ডের খেলায় বিজয়ী একটি করে পুরস্কার পাবে এবং সেই রাউন্ড থেকে প্রাপ্ত নম্বর দলীয় নম্বরের সঙ্গে যোগ হবে। সবশেষে যে দল বেশি নম্বর পাবে, সেই দল বিজয়ী ঘোষিত হবে এবং একটি মেগা পুরস্কার পাবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে