নামাজে রাকাত ছুটে গেলে

মুফতি মুহাম্মদ জাকারিয়া আল-আজহারি
আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৪: ৪৯
Thumbnail image

প্রশ্ন: জামাতে নামাজের এক বা একাধিক রাকাত ছুটে গেলে করণীয় কী? বিস্তারিত জানালে উপকৃত হব। 
নাজিম হায়দার, ঢাকা

উত্তর: জামাতে নামাজ আদায় করতে গিয়ে যে ব্যক্তির এক বা একাধিক রাকাত ছুটে যায়, ইসলামের পরিভাষায় তাঁকে মাসবুক বলা হয়। মাসবুকের করণীয় হলো—ইমামকে নামাজের যে অংশে পাবে, সেই অংশেই তাঁর সঙ্গে যোগ দেবে এবং ইমামের অনুসরণ করে নামাজ পড়বে। প্রথম রাকাতের রুকু না পেলে পুরো রাকাতটি পায়নি ধরা হবে। এমনভাবে এক বা একাধিক রাকাত ছুটে গেলে শেষ বৈঠকে তাশাহহুদ পড়ে চুপ করে বসে থাকবে। ইমামের সালাম ফেরানোর পর দাঁড়িয়ে না পাওয়া রাকাতগুলো আদায় করে নেবে।

মাসবুক ছুটে যাওয়া রাকাতগুলো আদায়ের সময় সুরার ক্ষেত্রে নিজের ধারাবাহিকতা রক্ষা করবে এবং বৈঠকের ক্ষেত্রে ইমামের রাকাতের ধারাবাহিকতা রক্ষা করবে। পক্ষান্তরে বৈঠক করতে হবে ইমামের সঙ্গে পড়া রাকাতগুলোসহ হিসাব করে।

সুতরাং, কারও এক রাকাত ছুটে গেলে ওই রাকাতে কিরাত সুরা মিলিয়ে শেষ বৈঠক করে সালাম ফেরাবে।

চার রাকাতের নামাজের দুই রাকাত ছুটে গেলে উভয় রাকাতে সুরা মিলিয়ে পড়বে এবং দ্বিতীয় রাকাতে শেষ বৈঠক করে সালাম ফেরাবে।

তিন রাকাতের নামাজে দুই রাকাত ছুটে গেলে ইমামের সালামের পর যথারীতি উভয় রাকাতেই কিরাত সুরা মিলিয়ে পড়বে এবং প্রথম রাকাতে বসে তাশাহহুদ পড়বে। কারণ এই রাকাতটি বৈঠকের ক্ষেত্রে দ্বিতীয় রাকাত ধরা হবে। এরপর শেষ রাকাতে বসে সালাম ফেরাবে।

চার রাকাতের নামাজে তিন রাকাত ছুটে গেলে প্রথম দুই রাকাতে ফাতিহার সঙ্গে সুরা মিলিয়ে পড়বে এবং শেষ রাকাতে সুরা না মিলিয়ে শুধু ফাতিহা পড়বে। আর প্রথম রাকাতে বসে তাশাহহুদ পড়ে উঠে যাবে। এরপর দ্বিতীয় রাকাতে না বসে শেষ রাকাত পড়ে বৈঠক করবে।

সূত্র: আল মাবসুত সারাখসি: ১ / ১৯০; আল বাহরুর রায়েক: ১ / ৩৭৯; রদ্দুল মুহতার: ১ / ৫৯৬; রদ্দুল মুহতার: ১ / ৫৯৬। 

উত্তর দিয়েছেন
মুফতি মুহাম্মদ জাকারিয়া আল-আজহারি
মুহাদ্দিস, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে সদা প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান

বাংলাদেশে ‘মাইনাস টু’ ফর্মুলা ফিরে আসছে কি?

স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট আনছে বাংলালিংকের মালিক ভিওন

মাস্কের চাপেই ডিওজিই থেকে রামাস্বামীর পদত্যাগ, শুরুতেই ট্রাম্প প্রশাসনে অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত

বিএসএফ মোকাবিলায় বিজিবিই ‘এনাফ’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত