মুফতি মুহাম্মদ জাকারিয়া আল-আজহারি
প্রশ্ন: জামাতে নামাজের এক বা একাধিক রাকাত ছুটে গেলে করণীয় কী? বিস্তারিত জানালে উপকৃত হব।
নাজিম হায়দার, ঢাকা
উত্তর: জামাতে নামাজ আদায় করতে গিয়ে যে ব্যক্তির এক বা একাধিক রাকাত ছুটে যায়, ইসলামের পরিভাষায় তাঁকে মাসবুক বলা হয়। মাসবুকের করণীয় হলো—ইমামকে নামাজের যে অংশে পাবে, সেই অংশেই তাঁর সঙ্গে যোগ দেবে এবং ইমামের অনুসরণ করে নামাজ পড়বে। প্রথম রাকাতের রুকু না পেলে পুরো রাকাতটি পায়নি ধরা হবে। এমনভাবে এক বা একাধিক রাকাত ছুটে গেলে শেষ বৈঠকে তাশাহহুদ পড়ে চুপ করে বসে থাকবে। ইমামের সালাম ফেরানোর পর দাঁড়িয়ে না পাওয়া রাকাতগুলো আদায় করে নেবে।
মাসবুক ছুটে যাওয়া রাকাতগুলো আদায়ের সময় সুরার ক্ষেত্রে নিজের ধারাবাহিকতা রক্ষা করবে এবং বৈঠকের ক্ষেত্রে ইমামের রাকাতের ধারাবাহিকতা রক্ষা করবে। পক্ষান্তরে বৈঠক করতে হবে ইমামের সঙ্গে পড়া রাকাতগুলোসহ হিসাব করে।
সুতরাং, কারও এক রাকাত ছুটে গেলে ওই রাকাতে কিরাত সুরা মিলিয়ে শেষ বৈঠক করে সালাম ফেরাবে।
চার রাকাতের নামাজের দুই রাকাত ছুটে গেলে উভয় রাকাতে সুরা মিলিয়ে পড়বে এবং দ্বিতীয় রাকাতে শেষ বৈঠক করে সালাম ফেরাবে।
তিন রাকাতের নামাজে দুই রাকাত ছুটে গেলে ইমামের সালামের পর যথারীতি উভয় রাকাতেই কিরাত সুরা মিলিয়ে পড়বে এবং প্রথম রাকাতে বসে তাশাহহুদ পড়বে। কারণ এই রাকাতটি বৈঠকের ক্ষেত্রে দ্বিতীয় রাকাত ধরা হবে। এরপর শেষ রাকাতে বসে সালাম ফেরাবে।
চার রাকাতের নামাজে তিন রাকাত ছুটে গেলে প্রথম দুই রাকাতে ফাতিহার সঙ্গে সুরা মিলিয়ে পড়বে এবং শেষ রাকাতে সুরা না মিলিয়ে শুধু ফাতিহা পড়বে। আর প্রথম রাকাতে বসে তাশাহহুদ পড়ে উঠে যাবে। এরপর দ্বিতীয় রাকাতে না বসে শেষ রাকাত পড়ে বৈঠক করবে।
সূত্র: আল মাবসুত সারাখসি: ১ / ১৯০; আল বাহরুর রায়েক: ১ / ৩৭৯; রদ্দুল মুহতার: ১ / ৫৯৬; রদ্দুল মুহতার: ১ / ৫৯৬।
উত্তর দিয়েছেন
মুফতি মুহাম্মদ জাকারিয়া আল-আজহারি
মুহাদ্দিস, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম
প্রশ্ন: জামাতে নামাজের এক বা একাধিক রাকাত ছুটে গেলে করণীয় কী? বিস্তারিত জানালে উপকৃত হব।
নাজিম হায়দার, ঢাকা
উত্তর: জামাতে নামাজ আদায় করতে গিয়ে যে ব্যক্তির এক বা একাধিক রাকাত ছুটে যায়, ইসলামের পরিভাষায় তাঁকে মাসবুক বলা হয়। মাসবুকের করণীয় হলো—ইমামকে নামাজের যে অংশে পাবে, সেই অংশেই তাঁর সঙ্গে যোগ দেবে এবং ইমামের অনুসরণ করে নামাজ পড়বে। প্রথম রাকাতের রুকু না পেলে পুরো রাকাতটি পায়নি ধরা হবে। এমনভাবে এক বা একাধিক রাকাত ছুটে গেলে শেষ বৈঠকে তাশাহহুদ পড়ে চুপ করে বসে থাকবে। ইমামের সালাম ফেরানোর পর দাঁড়িয়ে না পাওয়া রাকাতগুলো আদায় করে নেবে।
মাসবুক ছুটে যাওয়া রাকাতগুলো আদায়ের সময় সুরার ক্ষেত্রে নিজের ধারাবাহিকতা রক্ষা করবে এবং বৈঠকের ক্ষেত্রে ইমামের রাকাতের ধারাবাহিকতা রক্ষা করবে। পক্ষান্তরে বৈঠক করতে হবে ইমামের সঙ্গে পড়া রাকাতগুলোসহ হিসাব করে।
সুতরাং, কারও এক রাকাত ছুটে গেলে ওই রাকাতে কিরাত সুরা মিলিয়ে শেষ বৈঠক করে সালাম ফেরাবে।
চার রাকাতের নামাজের দুই রাকাত ছুটে গেলে উভয় রাকাতে সুরা মিলিয়ে পড়বে এবং দ্বিতীয় রাকাতে শেষ বৈঠক করে সালাম ফেরাবে।
তিন রাকাতের নামাজে দুই রাকাত ছুটে গেলে ইমামের সালামের পর যথারীতি উভয় রাকাতেই কিরাত সুরা মিলিয়ে পড়বে এবং প্রথম রাকাতে বসে তাশাহহুদ পড়বে। কারণ এই রাকাতটি বৈঠকের ক্ষেত্রে দ্বিতীয় রাকাত ধরা হবে। এরপর শেষ রাকাতে বসে সালাম ফেরাবে।
চার রাকাতের নামাজে তিন রাকাত ছুটে গেলে প্রথম দুই রাকাতে ফাতিহার সঙ্গে সুরা মিলিয়ে পড়বে এবং শেষ রাকাতে সুরা না মিলিয়ে শুধু ফাতিহা পড়বে। আর প্রথম রাকাতে বসে তাশাহহুদ পড়ে উঠে যাবে। এরপর দ্বিতীয় রাকাতে না বসে শেষ রাকাত পড়ে বৈঠক করবে।
সূত্র: আল মাবসুত সারাখসি: ১ / ১৯০; আল বাহরুর রায়েক: ১ / ৩৭৯; রদ্দুল মুহতার: ১ / ৫৯৬; রদ্দুল মুহতার: ১ / ৫৯৬।
উত্তর দিয়েছেন
মুফতি মুহাম্মদ জাকারিয়া আল-আজহারি
মুহাদ্দিস, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৮ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪