জাতীয় সমাজসেবা দিবস পালিত

আজকের পত্রিকা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২২, ০৪: ৪৩
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১২: ০৩

‘মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’ এই স্লোগানে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। গতকাল রোববার নীলফামারী, দিনাজপুর ও গাইবান্ধায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় নানা কর্মসূচি গ্রহণ করে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে:

দিনাজপুর: জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক চত্বরে বেলুন উড়িয়ে জাতীয় সমাজসেবা দিবসের উদ্বোধন করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী প্রমুখ।

খানসামা (দিনাজপুর): দিবসটি উপলক্ষে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন গরিব রোগীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতবস্ত্র বিতরণ করা হয়।

গাইবান্ধা: জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় যৌথ আয়োজনে গতকাল সকালে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিন শাহ এর সঞ্চালনায় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফজলুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. আবু খায়ের, গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত