আজকের পত্রিকা ডেস্ক
নানা আয়োজনে গতকাল বৃহস্পতিবার সিলেট মহানগরসহ জেলার বিভিন্ন উপজেলায় বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। বিজয়ের ৫০ বছর উদ্যাপনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে ঢল নামে শহীদ মিনারে। অন্য কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, কুচকাওয়াজ, শারিরীক কসরত ইত্যাদি। প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকেই জড়ো হতে শুরু করেন সাধারণ মানুষ। কেউ আসেন একা, কেউ বা দল বেঁধে। কারও হাতে ফুল, কারও মুখে আবার দেশের গান। শিশু, নারীসহ সব বয়সী মানুষ এককাতারে শামিল হন শহীদদের শ্রদ্ধা জানাতে। শহীদ মিনারে প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শহীদ মিনার বাস্তবায়ন কমিটি। পরে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের ব্যবস্থাপনায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর, বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানো হয়েছে সিটি করপোরেশনের পক্ষ থেকে। সকালে নগর ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। নগর ভবন চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে মেয়রের নেতৃত্বে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সিসিক কাউন্সিলর আজম খান, কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর রাশেদ তালুকদার, কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, সংরক্ষিত কাউন্সিলর নাজনীন আক্তার কনা, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দ রায়, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
কানাইঘাট: বিজয় দিবসের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদ্যাপন শুরু হয়। পরে কানাইঘাট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, ইউএনও সুমন্ত ব্যানার্জী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) আব্দুল করিম, পৌর মেয়র লুৎফুর রহমান, থানার ওসি তাজুল ইসলাম পিপিএম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম প্রমুখ।
জৈন্তাপুর: মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, ইউএনও নুসরাত আজমেরী হক, মডেল থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার যাদবময় বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম।
শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নানা আয়োজনে বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। সকাল সাড়ে ৭টায় প্রশাসনিক ভবন-১ এর সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এ সময় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর প্রধান অধ্যাপক ড. মো. আশ্রাফুল করিমের নেতৃত্বে বিএনসিসি প্লাটুন জাতীয় পতাকাকে সশস্ত্র অভিবাদন জানায়। পতাকা উত্তোলন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং সকাল সাড়ে আটটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য। এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
গোলাপগঞ্জ: প্রথম প্রহরে গোলাপগঞ্জ উপজেলা প্রাঙ্গণে স্থাপিত বীর সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের পরে কুচকাওয়াজ, ডিসপ্লেসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন ও যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী, এসি ল্যান্ড আবিদা সুলতানা, থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী প্রমুখ।
বিশ্বনাথ: বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, থানার ওসি গাজী আতাউর রহমান, পরিদর্শক (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন বিশ্বনাথ প্রেসক্লাবের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনন্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, আজকের পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি জামাল মিয়া প্রমুখ।
বালাগঞ্জ: বালাগঞ্জ সরকারি কলেজে বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদীর সভাপতিত্বে ও প্রভাষক ওহী আলম রেজার পরিচালনায় বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল কামাল, কলেজের প্রভাষক ফয়জুল আলম, প্রণয় পাল, কৃষ্ণা দে, মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি রফিকুল আলম, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ আহমদ জয়, ছাত্রলীগ নেতা জাহাদ আহমদ প্রমুখ।
গোয়াইনঘাট: গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন গোয়াইনঘাট প্রেসক্লাব নেতারা। প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মনজুর আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন প্রমুখ।
নানা আয়োজনে গতকাল বৃহস্পতিবার সিলেট মহানগরসহ জেলার বিভিন্ন উপজেলায় বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। বিজয়ের ৫০ বছর উদ্যাপনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে ঢল নামে শহীদ মিনারে। অন্য কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, কুচকাওয়াজ, শারিরীক কসরত ইত্যাদি। প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকেই জড়ো হতে শুরু করেন সাধারণ মানুষ। কেউ আসেন একা, কেউ বা দল বেঁধে। কারও হাতে ফুল, কারও মুখে আবার দেশের গান। শিশু, নারীসহ সব বয়সী মানুষ এককাতারে শামিল হন শহীদদের শ্রদ্ধা জানাতে। শহীদ মিনারে প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শহীদ মিনার বাস্তবায়ন কমিটি। পরে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের ব্যবস্থাপনায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর, বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানো হয়েছে সিটি করপোরেশনের পক্ষ থেকে। সকালে নগর ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। নগর ভবন চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে মেয়রের নেতৃত্বে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সিসিক কাউন্সিলর আজম খান, কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর রাশেদ তালুকদার, কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, সংরক্ষিত কাউন্সিলর নাজনীন আক্তার কনা, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দ রায়, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
কানাইঘাট: বিজয় দিবসের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদ্যাপন শুরু হয়। পরে কানাইঘাট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, ইউএনও সুমন্ত ব্যানার্জী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) আব্দুল করিম, পৌর মেয়র লুৎফুর রহমান, থানার ওসি তাজুল ইসলাম পিপিএম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম প্রমুখ।
জৈন্তাপুর: মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, ইউএনও নুসরাত আজমেরী হক, মডেল থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার যাদবময় বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম।
শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নানা আয়োজনে বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। সকাল সাড়ে ৭টায় প্রশাসনিক ভবন-১ এর সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এ সময় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর প্রধান অধ্যাপক ড. মো. আশ্রাফুল করিমের নেতৃত্বে বিএনসিসি প্লাটুন জাতীয় পতাকাকে সশস্ত্র অভিবাদন জানায়। পতাকা উত্তোলন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং সকাল সাড়ে আটটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য। এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
গোলাপগঞ্জ: প্রথম প্রহরে গোলাপগঞ্জ উপজেলা প্রাঙ্গণে স্থাপিত বীর সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের পরে কুচকাওয়াজ, ডিসপ্লেসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন ও যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী, এসি ল্যান্ড আবিদা সুলতানা, থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী প্রমুখ।
বিশ্বনাথ: বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, থানার ওসি গাজী আতাউর রহমান, পরিদর্শক (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন বিশ্বনাথ প্রেসক্লাবের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনন্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, আজকের পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি জামাল মিয়া প্রমুখ।
বালাগঞ্জ: বালাগঞ্জ সরকারি কলেজে বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদীর সভাপতিত্বে ও প্রভাষক ওহী আলম রেজার পরিচালনায় বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল কামাল, কলেজের প্রভাষক ফয়জুল আলম, প্রণয় পাল, কৃষ্ণা দে, মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি রফিকুল আলম, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ আহমদ জয়, ছাত্রলীগ নেতা জাহাদ আহমদ প্রমুখ।
গোয়াইনঘাট: গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন গোয়াইনঘাট প্রেসক্লাব নেতারা। প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মনজুর আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন প্রমুখ।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে