Ajker Patrika

নীলফামারী-২: আওয়ামী লীগে নূরের বিকল্প নেই

জসিম উদ্দিন, নীলফামারী
নীলফামারী-২: আওয়ামী লীগে নূরের বিকল্প নেই

জেলার সদর উপজেলা নিয়ে গঠিত নীলফামারী-২ আসন। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে এ আসনে এরই মধ্যে তৎপর হয়ে উঠেছেন বিভিন্ন দলের মনোনয়নপ্রত্যাশীরা। প্রচার চালাচ্ছেন নিজেদের পক্ষে। জেলার গুরুত্বপূর্ণ এ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের আসাদুজ্জামান নূর।

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এলাকার মানুষের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করেছেন। যার সুফল নির্বাচনী এলাকার বাইরের জনগণও পাচ্ছেন। দৃশ্যমান উন্নয়নের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইপিজেড নির্মাণ, নীলফামারী সরকারি কলেজে অনার্স কোর্স চালু, নীলফামারী মেডিকেল কলেজ স্থাপন, আধুনিক শেখ কামাল স্টেডিয়াম, বহুতল ভবনবিশিষ্ট নীলফামারী জেনারেল হাসপাতাল, সৈয়দপুর-ডোমার আঞ্চলিক মহাসড়ক উল্লেখযোগ্য। এ ছাড়া নিজস্ব উদ্যোগে করা বিভিন্ন জনহিতকর কাজ আরও গ্রহণযোগ্য করে তুলেছে নূরকে।

এসব কাজের পরিপ্রেক্ষিতে বিগত নির্বাচনের মতো দলীয় নেতা-কর্মীসহ সাধারণ ভোটাররা মনে করেন, এই আসনে সংসদ সদস্য হিসেবে নূরেই ভরসা। তাই টানা চারবারের এমপি আসাদুজ্জামান নূর এ আসনে বিকল্পহীন।

জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ বলেন, ‘আসাদুজ্জামান নূর আমাদের অভিভাবক। দলমত-নির্বিশেষে তিনি এলাকার ব্যাপক উন্নয়ন করছেন। নূর ভাই যত দিন এ আসনে নির্বাচন করবেন, তত দিন আমি এ আসনে মনোনয়ন চাইব না।’

নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক বলেন, ‘জেলা আওয়ামী লীগের রাজনীতির অভিভাবক নূর ভাই যে আসনের প্রার্থী, আমি সেখানে মনোনয়ন চাওয়ার সাহস রাখি না।’

এদিকে জাতীয় পাটি নীলফামারী জেলা শাখার সম্প্রতি বিলুপ্ত কমিটির সাবেক সদস্যসচিব শাহজাহান আলী চৌধুরী বলেন, ‘নূর ভাই শুধু দীর্ঘদিনের এমপি নয়, একসময় সরকারের একজন শক্তিশালী মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের সঙ্গে জোটগত সম্পর্ক আছে জাপার। আগামীতে জোটগত নির্বাচন হলে তিনিই (নূর) মনোনয়ন পাবেন। এ কারণে জাপা থেকে কেউ আগ্রহ প্রকাশ করছেন না এ আসনে।’

তবে আগামী নির্বাচনে বিএনপি অংশ নিলে এ আসন থেকে দলটির সভাপতি আ খ ম আলমগীর হোসেন সরকার প্রার্থী হচ্ছেন বলে দলের একাধিক সূত্র নিশ্চিত করেছে। 
তিনি বলেন, ‘বর্তমানে বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী। এ আসনের প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড পর্যায়ে নেতা-কর্মীরা সুসংগঠিত রয়েছে।’ 

অন্যদিকে এ আসনের জন্য ফেসবুকে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। এটি দলের জেলা শাখার প্রাথমিক তালিকা বলে দাবি করছেন নেতারা। ফেসবুকে প্রকাশিত তালিকামতে, নীলফামারী-২ আসনে দলের জেলা নায়েবে আমির ড. মো. খায়রুল আনাম প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ প্রসঙ্গে দলটির সিনিয়র নেতা হাফেজ আব্দুল মুনতাকিম বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) যেহেতু দলের নিবন্ধন বাতিল করেছে, তাই স্বতন্ত্রভাবে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছে জেলা শাখা। তবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য করা হবে।’

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন এ আসনে নির্বাচনে অংশ নেবেন বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত