Ajker Patrika

২৫ বছরেও মেলেনি পরিবারের সন্ধান

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৪: ১৫
২৫ বছরেও মেলেনি পরিবারের সন্ধান

হারিয়ে যাওয়ার ২৫ বছর পরও পরিবারের খোঁজ মেলেনি এক নারী বাকপ্রতিবন্ধীর। বর্তমানে তিনি মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের দেবীপুর গ্রামে আছেন। জন্মগত বাকপ্রতিবন্ধী হওয়ায় তাঁর নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। তবে মেহেরপুরে আসার পর তাঁর নাম রাখা হয়েছে ‘সুরাতন’।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ থেকে প্রায় ২৫ বছর আগে দেবীপুর গ্রামে আসেন সুরাতন। তখন তাঁর বয়স ছিল ১৫ বছর। গ্রামে আসার পর থেকেই স্থানীয় ফরিদা খাতুনের বাড়িতে থাকেন তিনি।

ফরিদা খাতুন বলেন, ‘আজ থেকে ২৫ বছর আগের ঘটনা। শুনলাম আমাদের পাড়ায় এক পাগলি এসেছেন। ছোট ছোট ছেলেমেয়েরা তাঁকে নিয়ে হইচই করছে। পরে পাগলিকে আমার কাছে রেখে বাচ্চাগুলোকে সরে যেতে বললাম। সেই থেকেই রয়ে অনেক চেষ্টা করেছি ওর পরিবারকে খুঁজে বের করার কিন্তু কোথাও পাইনি। সে কথাও বলতে পারে না কানেও শোনে না। যদি ওর পরিবারকে খুঁজে পাই তাহলে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এতে হয়তো আমি কষ্ট পাব কিন্তু সুরাতন অনেক খুশি হবে। ওর মনের ভেতরে কষ্ট কাজ করে সেটা আমি বুঝি।’

সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য জামাল উদ্দীন জানান, অনেক খোঁজ করেও তাঁর পরিবারের কোনো সন্ধান মেলেনি। বাকপ্রতিবন্ধী হওয়ায় নাম বা দেশের বাড়ি কোথায় তাও বলতে পারেন না সুরাতন। যদি কখনো তাঁর পরিবারের সন্ধান পাই তাহলে তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত