Ajker Patrika

বিশ্বনাথে অপরিকল্পিত নদী খনন, ভেঙে পড়ছে সড়ক

বিশ্বনাথ প্রতিনিধি
আপডেট : ০৯ জুন ২০২২, ১২: ২৯
বিশ্বনাথে অপরিকল্পিত নদী খনন, ভেঙে পড়ছে সড়ক

বিশ্বনাথ উপজেলার মাকুন্দা নদী অপরিকল্পিতভাবে খনন করা হচ্ছে। এর ফলে রামপাশা ইউনিয়নের রামপাশা বাজার থেকে আশুগঞ্জ বাজার পর্যন্ত সড়ক ভেঙে নদীতে পড়ছে। অর্ধেক অংশ দিয়ে মানুষ হেঁটে চলাচল করলেও যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের অভিযোগ, মাকুন্দা নদীর খননকাজ চলমান রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান খননযন্ত্র দিয়ে ইচ্ছেমতো সড়ক ঘেঁষে মাটি তুলে নেয়। ফলে বর্ষায় পানির স্রোতে সড়কটির অর্ধেক ভেঙে নদীতে চলে গেছে।

রামপাশা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, গত রমজান মাসে খবর পেয়ে সেখানে গিয়ে দেখেন ঠিকাদারি প্রতিষ্ঠান নদীর তলদেশ খনন না করে অপরিকল্পিতভাবে সড়কের পাশের মাটি তুলে ফেলছে। তখন তিনি মাটি কাটা বন্ধ করে দেন। সড়ক ভাঙার বিষয়টি তিনি উপজেলা প্রকৌশলীকে জানিয়েছেন।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বরকত ড্রেজিংয়ের স্বত্বাধিকারী সুহেল আহমদ অপরিকল্পিত নদী খননের বিষয়টি অস্বীকার করে বলেন, তিনি সড়ক থেকে অনেক দূরে নদী খনন করেছেন। পরে চেয়ারম্যানের আপত্তিতে তিনি এই অংশের খনন কাজ বন্ধ রাখেন।

জানতে চাইলে পৌর প্রশাসক (ইউএনও) নুসরাত জাহান বলেন, ‘স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে বিষয়টি শুনে গত মঙ্গলবার পরিদর্শন করেছি। জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সঙ্গেও কথা বলেছি। দেখি, কী করা যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত