Ajker Patrika

রাজশাহীর সৌন্দর্যে মুগ্ধ রাষ্ট্রদূত

রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর সৌন্দর্যে মুগ্ধ রাষ্ট্রদূত

পরিচ্ছন্ন ও সবুজ নগর রাজশাহীর ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই প্রশংসা করেন তিনি।

গতকাল সোমবার বিকেল চারটায় নগর ভবনে মেয়রের সঙ্গে সাক্ষাৎ করতে যান মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস। পরে মেয়র দপ্তর কক্ষে দুজনের বৈঠক হয়।  

পিটার হাস বলেছেন, ‘আমি রাজশাহীর সপুরা সিল্ক, মেট্রোপলিটন পুলিশের অফিস, ভিকটিম সাপোর্ট সেন্টার, সাইবার অ্যান্ড সিকিউরিটি ট্রেনিংয়ের কার্যক্রম, বরেন্দ্র গবেষণা জাদুঘর, আমেরিকান কর্নারসহ নানা কিছু পরিদর্শন করেছি। রাজশাহী সুন্দর গ্রিন ও ক্লিন সিটি।’

বৈঠক শেষে মেয়র খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। রাজশাহীতে যে আমেরিকান সেন্টার রয়েছে, সেটির পরিধি আরও বৃদ্ধি করা যায় কি না সেটার সম্ভাব্যতা তারা যাচাই করছে। বাংলাদেশ পুলিশের ট্রেনিং কার্যক্রমে যুক্তরাষ্ট্র যে সহযোগিতা করছে, তা প্রশংসার দাবিদার। সব মিলিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই দেশের সম্পর্ক উত্তরোত্তর আরও ভালো হবে, প্রত্যাশা করি।’

নগর ভবনে বৈঠকের শুরুতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে ফুলেল শুভেচ্ছা জানান মেয়র খায়রুজ্জামান লিটন। বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূতের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন তিনি। এর আগে নগর ভবনের প্রধান ফটকে মার্কিন রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানান রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত