Ajker Patrika

ভোগান্তির পর লিফট সচল

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৪: ২৭
ভোগান্তির পর লিফট সচল

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের দুটি লিফট দুদিন ধরে নষ্ট থাকায় ভোগান্তি পোহাতে হয়েছিল রোগী, স্বজন ও সংশ্লিষ্টদের। ভবনের সপ্তমতলা নির্মাণাধীন থাকায় বৃষ্টির পানি লিফটে ঢোকে এ পরিস্থিতি সৃষ্টি হয় বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে গতকাল বুধবার দুপুরের আগেই লিফট দুটি মেরামত করে চালু করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নতুন ভবনের সপ্তম তলায় ১০ শয্যার সিসিইউ, ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট ও ২০ শয্যার আইসিইউ কাজ চলমান। গত রোববার থেকে ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে সৃষ্টি নিম্নচাপে চুয়াডাঙ্গায় দিন–রাতব্যাপী হালকা বৃষ্টি হওয়ায় হাসপাতালের দুটি লিফটের মধ্যে পানি ঢোকে। এতে সোমবার রাত থেকেই দুটি লিফট অকার্যকর হয়ে পড়ে। বাধ্য হয়ে সিঁড়ি দিয়ে উঠতে হয় রোগীদের। এতে চরম ভোগান্তি পড়েন রোগী ও স্বজনেরা।

গতকাল সকালে সরেজমিনে দেখা যায়, দুটি লিফটই বন্ধ রয়েছে। রোগীদের স্বজনেরা ঘাড়ে, কোলে কেউ আবার ট্রলিতে নিয়ে সিঁড়ি বেয়ে ওঠা-নামা করছেন। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলায় করোনা ইউনিটে বয়স্ক নারী-পুরুষ ভর্তি রয়েছেন। এতে রোগীদের বয়োবৃদ্ধ স্বজনেরা সিঁড়ি বেয়ে উঠতে খুবই ভোগান্তিতে পড়েন। তবে গতকাল দুপুরের দিকে লিফট দুটি চালু হলে স্বস্তি ফেরে রোগী ও স্বজনদের মধ্যে।

এক রোগীর স্বজন নাছরিন আক্তার বলেন, ‘হাসপাতালের লিফট বন্ধ থাকায় চরম ভোগান্তি পোহাতে হয়েছে আমাদের। ৬ তলায় রোগী ভর্তি। ওপরে তুলতে খুব কষ্ট হয়েছে।’

আরেকজন রোগীর স্বজন স্বপন কুমার বলেন, ‘পঞ্চমতলায় আমার নানি ভর্তি আছেন। নানিকে আমিই দেখাশোনা করছি। দিনে খাবার ও ওষুধসহ ১০–১২ বার নামতে হয়। সোমবার দিবাগত রাত থেকে লিফট বন্ধ ছিল। খুব কষ্ট হয়েছে। তবে লিফট আবার ঠিক করা হয়েছে। এখন কষ্ট কিছুটা কমেছে।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফাতেহ আকরাম বলেন, ঘটনাটি দুঃখজনক। রোগী, স্বজন, চিকিৎসকসহ স্টাফদের চরম ভোগান্তি হয়েছে। ভবনের সপ্তম তলায় কাজ চলমানের কারণে বৃষ্টির পানি প্রবেশ করে লিফট অকার্যকর হয়ে পড়েছিল। বন্ধ হওয়ার পর থেকেই আমরা চেষ্টা করছি চালু করার জন্য। বুধবার দুপুরের আগেই লিফটটি চালু করা হয়েছে। আর শ্রমিকদেরও বলা হয়েছে সাবধানে কাজ করতে। যাতে করে এ রকম ঘটনা আর দ্বিতীয়বার না ঘটে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত