নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সূচি অনুযায়ী এশিয়া কাপের পর বাংলাদেশের সামনে ছিল নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও অস্ট্রেলিয়া বিশ্বকাপ। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাড়তি পাওয়া হিসেবে দুটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। যদিও র্যাঙ্কিংয়ে নিচের সারির আমিরাতের মতো দলের বিপক্ষে খেলা কতটা কাজে দেবে, সে প্রশ্ন থাকছে। বাংলাদেশ অধিনায়ক নুরুল হাসান সোহান অবশ্য ব্যাপারটা এভাবে দেখতে চান না।
সোহানের কাছে ‘দুর্বল-ছোট’ দল বলে কিছু নেই। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নিজের এই ভাবনার কথা জানান তিনি। তুলনামূলক কম শক্তিশালী আমিরাতের বিপক্ষে জিতে দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে ভুল আত্মবিশ্বাস তৈরি হবে কি না, এ প্রশ্নে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘কোনো দল দুর্বল কিংবা ছোট এসব শব্দ কখনোই ব্যবহার করতে চাই না। তারা যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটে খেলছে, সামর্থ্য আছে। টি-টোয়েন্টিতে দেখবেন, যারা যেদিন ভালো খেলে ফল তাদের পক্ষে আসে। আমরা চেষ্টা করব, আমাদের প্রক্রিয়া ধরে রেখে ভালো ক্রিকেট খেলতে।’
দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে এই সফরে নিজেদের ঝালিয়ে নেওয়াতেই বাংলাদেশের বেশি মনোযোগ। একই সঙ্গে আমিরাত সফর থেকে দলের সেরা ভারসাম্য খুঁজে নিতে চান সোহান, ‘অবশ্যই এটা (দলের ভারসাম্য) আমাদের চিন্তায় আছে, বিশ্বকাপের সম্ভাব্য একাদশ যেন আমরা দাঁড় করাতে পারি। এখানে দুইটা ম্যাচ আছে, নিউজিল্যান্ডে আছে। অবশ্যই আমাদের যে সেরা সমন্বয়, সেটা খোঁজার চেষ্টা করা হবে। এখানে আমাদের জন্য ভালো একটা অপশন সম্ভাব্য সেরা ভারসাম্যটা খুঁজে বের করার।’
ভালো সমন্বয় পেতে বাংলাদেশের সবচেয়ে চিন্তার জায়গা হয়ে দাঁড়িয়েছে উদ্বোধনী জুটি। নিয়মিত ওপেনারদের ব্যর্থতায় উপায় না পেয়ে শ্রীলঙ্কা বিপক্ষে ম্যাচে দুই ‘মেক শিফট’ ওপেনার খেলায় বাংলাদেশ। তবে আমিরাত সফরে ফিরছেন এই মুহূর্তে দলের সেরা ব্যাটার লিটন দাস। সাদা বলে ওপেনিংয়ে খেলেন তিনি। টি-টোয়েন্টিতে তাঁকে চারে খেলানোর ভাবনা টিম ম্যানেজমেন্টের। ওপেনিং ও আজ ম্যাচের একাদশ নিয়ে অবশ্য রহস্য রেখে দিয়েছেন সোহান, ‘নির্দিষ্ট করে কারও নাম নিতে চাচ্ছি না, কাল (আজ) যেহেতু ম্যাচ হবে। অবশ্যই আমাদের সেরা সমন্বয় নিয়েই মাঠে নামার চেষ্টা করব।’
সূচি অনুযায়ী এশিয়া কাপের পর বাংলাদেশের সামনে ছিল নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও অস্ট্রেলিয়া বিশ্বকাপ। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাড়তি পাওয়া হিসেবে দুটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। যদিও র্যাঙ্কিংয়ে নিচের সারির আমিরাতের মতো দলের বিপক্ষে খেলা কতটা কাজে দেবে, সে প্রশ্ন থাকছে। বাংলাদেশ অধিনায়ক নুরুল হাসান সোহান অবশ্য ব্যাপারটা এভাবে দেখতে চান না।
সোহানের কাছে ‘দুর্বল-ছোট’ দল বলে কিছু নেই। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নিজের এই ভাবনার কথা জানান তিনি। তুলনামূলক কম শক্তিশালী আমিরাতের বিপক্ষে জিতে দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে ভুল আত্মবিশ্বাস তৈরি হবে কি না, এ প্রশ্নে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘কোনো দল দুর্বল কিংবা ছোট এসব শব্দ কখনোই ব্যবহার করতে চাই না। তারা যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটে খেলছে, সামর্থ্য আছে। টি-টোয়েন্টিতে দেখবেন, যারা যেদিন ভালো খেলে ফল তাদের পক্ষে আসে। আমরা চেষ্টা করব, আমাদের প্রক্রিয়া ধরে রেখে ভালো ক্রিকেট খেলতে।’
দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে এই সফরে নিজেদের ঝালিয়ে নেওয়াতেই বাংলাদেশের বেশি মনোযোগ। একই সঙ্গে আমিরাত সফর থেকে দলের সেরা ভারসাম্য খুঁজে নিতে চান সোহান, ‘অবশ্যই এটা (দলের ভারসাম্য) আমাদের চিন্তায় আছে, বিশ্বকাপের সম্ভাব্য একাদশ যেন আমরা দাঁড় করাতে পারি। এখানে দুইটা ম্যাচ আছে, নিউজিল্যান্ডে আছে। অবশ্যই আমাদের যে সেরা সমন্বয়, সেটা খোঁজার চেষ্টা করা হবে। এখানে আমাদের জন্য ভালো একটা অপশন সম্ভাব্য সেরা ভারসাম্যটা খুঁজে বের করার।’
ভালো সমন্বয় পেতে বাংলাদেশের সবচেয়ে চিন্তার জায়গা হয়ে দাঁড়িয়েছে উদ্বোধনী জুটি। নিয়মিত ওপেনারদের ব্যর্থতায় উপায় না পেয়ে শ্রীলঙ্কা বিপক্ষে ম্যাচে দুই ‘মেক শিফট’ ওপেনার খেলায় বাংলাদেশ। তবে আমিরাত সফরে ফিরছেন এই মুহূর্তে দলের সেরা ব্যাটার লিটন দাস। সাদা বলে ওপেনিংয়ে খেলেন তিনি। টি-টোয়েন্টিতে তাঁকে চারে খেলানোর ভাবনা টিম ম্যানেজমেন্টের। ওপেনিং ও আজ ম্যাচের একাদশ নিয়ে অবশ্য রহস্য রেখে দিয়েছেন সোহান, ‘নির্দিষ্ট করে কারও নাম নিতে চাচ্ছি না, কাল (আজ) যেহেতু ম্যাচ হবে। অবশ্যই আমাদের সেরা সমন্বয় নিয়েই মাঠে নামার চেষ্টা করব।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে