Ajker Patrika

মসিকে নগর মাতৃসদন চালুর উদ্যোগ

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৫: ০৫
মসিকে নগর মাতৃসদন চালুর উদ্যোগ

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) উদ্যোগে আগামী জানুয়ারিতে একটি নগর মাতৃসদন ও তিনটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র চালুর কার্যক্রম শুরু হয়েছে। আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের (ইউপিএইচসিএসডিপি) আওতায় পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আওতায় ব্রাহ্মপল্লী এলাকায় একটি নগর মাতৃসদন এবং ৫, ৩০ ও ৩৩ নম্বর ওয়ার্ডে একটি করে প্রাথমিক স্বাস্থ্যসেবাকেন্দ্র স্থাপনের কার্যক্রম চলছে। এ বিষয়ে গত বুধবার পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের মধ্যে দুটি নতুন প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মসিকের পক্ষে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ এবং পিএসটিসির পক্ষে হেড অফ প্রোগ্রামস ডা. মো. মাহবুবুল আলম চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

মেয়র মো. ইকরামুল হক টিটু এ প্রসঙ্গে বলেন, নাগরিকদের নিরাপদ রাখতে সিটি করপোরেশন অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে। নগর মাতৃসদন এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র নাগরিক স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত