বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরে অবস্থিত কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের স্নাতক (সম্মান) শাখার সাতজন শিক্ষকের বেতন ১৮ মাস ধরে বন্ধ রয়েছে। অধ্যক্ষের খামখেয়ালিপনা ও উন্নয়নের নামে অর্থ খরচের কারণে বেতন-ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন বলে ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগ।
বেতন চেয়ে অধ্যক্ষের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে গত রোববার ক্যাম্পাসেই এক শিক্ষক হিট স্ট্রোক আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শিক্ষক ফোরামের সভায় গত সোমবার এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
কলেজ সূত্রে জানা গেছে, ২০০৭-০৮ শিক্ষাবর্ষে কলেজটিতে সমাজকর্ম, বাংলা, ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) চালু করা হয়। চার বিষয়ে স্নাতক কোর্সে নন-এমপিও (যাঁদের সরকারি বেতন-ভাতা বরাদ্দ নেই) শিক্ষক রয়েছেন সাতজন। নিয়োগের শর্তানুযায়ী নন-এমপিও ওই শিক্ষকদের মাসিক বেতনের ১৮ হাজার টাকা সম্মান শাখার শিক্ষার্থীদের বেতন ও কলেজের অন্যান্য আয় থেকে পরিশোধ করার কথা। কিন্তু স্নাতক শাখার ওই সাত শিক্ষকের বেতন ১৮ মাস ধরে পরিশোধ করা হচ্ছে না বলে জানা গেছে।
১৯ এপ্রিল কলেজ পরিদর্শনে আসেন কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ কাজী সিরাজুল ইসলাম। ওইদিন শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ের সময় স্নাতক শাখার সমাজকর্ম বিষয়ের প্রভাষক রণজিৎ কুমার মণ্ডল (৫২) ৭ শিক্ষকের ১৮ মাস ধরে বেতন-ভাতা না পাওয়ার বিষয়টি তুলে ধরেন। আর এতেই ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষ ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার হুমকিসহ নানাভাবে ভয়ভীতি দেখান বলে অভিযোগ।
পরে কাজী সিরাজুল ইসলাম ব্যক্তিগত তহবিল থেকে স্নাতক শাখার শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধের জন্য অধ্যক্ষকে ৫ লাখ টাকার একটি চেক দেন। ওই টাকা থেকে ৭ শিক্ষকের প্রত্যেকের তিন মাসের বেতন-ভাতা বাবদ ৫৪ হাজার টাকা করে পরিশোধের সিদ্ধান্ত হয়।
সে মোতাবেক গত রোববার অধ্যক্ষ নন-এমপিও ছয় শিক্ষককে বেতনের টাকা পরিশোধ করলেও প্রভাষক রণজিৎ কুমার মণ্ডলের বেতন পরিশোধ করা হবে না বলে জানিয়ে দেন। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে অধ্যক্ষের কক্ষ থেকে নিজের বিভাগে (সমাজকর্ম) গিয়ে বেলা ২টার দিকে হিট স্ট্রোক আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন রণজিৎ মণ্ডল।
পরে ধরাধরি করে রণজিৎ মণ্ডলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান সহকর্মীরা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রায় ৭ ঘণ্টা পর রাত ৯টার দিকে তাঁর জ্ঞান ফেরে। তিনি এখন ওই হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ ঘটনায় গত সোমবার কলেজের শিক্ষক মিলনায়তনে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামরুল ইসলামের সভাপতিত্বে শিক্ষক ফোরামের সভা হয়। সভায় ৩৫-৪০ জন শিক্ষক উপস্থিত ছিলেন। সভায় শিক্ষক রণজিৎ কুমার মণ্ডলের প্রতি অধ্যক্ষের এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় বলে সভায় উপস্থিত একাধিক শিক্ষক নিশ্চিত করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে কলেজের কয়েকজন শিক্ষক বলেন, ২০২০ সালে বর্তমান অধ্যক্ষ যোগদানের আগ পর্যন্ত কলেজের তহবিল থেকেই নন-এমপিও শিক্ষকদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করা হতো। কিন্তু অধ্যক্ষের কলেজ অংশের বেতন-ভাতা বাবদ প্রতি মাসে তহবিল থেকে ৩০ হাজার টাকা গ্রহণ, বিভিন্ন উন্নয়নের নামে রসিদ দাখিল ও অধ্যক্ষের বিভিন্ন খাতে বেপরোয়া ব্যয়ের কারণে কলেজ তহবিল কমে যাওয়ায় শিক্ষকদের বেতন পরিশোধে তাঁর অনীহা দেখা দেয়।
প্রভাষক রণজিৎ মণ্ডলের স্ত্রী আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রাম উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক হিরা সরকার বলেন, তাঁর স্বামী কলেজের অনার্স শাখার শিক্ষকদের বেতন-ভাতা না পাওয়ার বিষয়টি পরিচালনা পর্ষদের সভাপতিকে জানিয়েছেন, এটাই তাঁর অপরাধ। এ জন্য কলেজের অধ্যক্ষ তাঁর স্বামীকে ডেকে নিয়ে অকথ্য ভাষায় কথা শুনিয়েছেন। তাঁর বেতন বন্ধ করাসহ চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন।
কলেজের অধ্যক্ষ মো. ফরিদ আহমেদ বলেন, শিক্ষক রণজিৎ মণ্ডলের সঙ্গে তাঁর কোনো ধরনের কথাই হয়নি। তিনি অসুস্থ হওয়ার পরে তাঁরা কলেজের পক্ষ থেকে চিকিৎসার ব্যয়ভার বহনের সিদ্ধান্ত নিয়েছেন। ওই শিক্ষক আগে শিক্ষা ছুটিতে থাকায় ছুটির হিসাব না দেখে তাঁকে বেতন দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়েছিল।
এক প্রশ্নের জবাবে অধ্যক্ষ আরও বলেন, তিনি কলেজ থেকে যেসব সুবিধা নেন, তা পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে হয়। শিক্ষক ফোরামের সভায় নিন্দা জানানোর বিষয়ে তিনি বলেন, ওই সভায় শিক্ষকেরা তাঁর বিরুদ্ধে মনগড়া কথাবার্তা বলেছেন। এগুলোর সত্যতা নেই।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরে অবস্থিত কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের স্নাতক (সম্মান) শাখার সাতজন শিক্ষকের বেতন ১৮ মাস ধরে বন্ধ রয়েছে। অধ্যক্ষের খামখেয়ালিপনা ও উন্নয়নের নামে অর্থ খরচের কারণে বেতন-ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন বলে ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগ।
বেতন চেয়ে অধ্যক্ষের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে গত রোববার ক্যাম্পাসেই এক শিক্ষক হিট স্ট্রোক আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শিক্ষক ফোরামের সভায় গত সোমবার এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
কলেজ সূত্রে জানা গেছে, ২০০৭-০৮ শিক্ষাবর্ষে কলেজটিতে সমাজকর্ম, বাংলা, ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) চালু করা হয়। চার বিষয়ে স্নাতক কোর্সে নন-এমপিও (যাঁদের সরকারি বেতন-ভাতা বরাদ্দ নেই) শিক্ষক রয়েছেন সাতজন। নিয়োগের শর্তানুযায়ী নন-এমপিও ওই শিক্ষকদের মাসিক বেতনের ১৮ হাজার টাকা সম্মান শাখার শিক্ষার্থীদের বেতন ও কলেজের অন্যান্য আয় থেকে পরিশোধ করার কথা। কিন্তু স্নাতক শাখার ওই সাত শিক্ষকের বেতন ১৮ মাস ধরে পরিশোধ করা হচ্ছে না বলে জানা গেছে।
১৯ এপ্রিল কলেজ পরিদর্শনে আসেন কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ কাজী সিরাজুল ইসলাম। ওইদিন শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ের সময় স্নাতক শাখার সমাজকর্ম বিষয়ের প্রভাষক রণজিৎ কুমার মণ্ডল (৫২) ৭ শিক্ষকের ১৮ মাস ধরে বেতন-ভাতা না পাওয়ার বিষয়টি তুলে ধরেন। আর এতেই ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষ ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার হুমকিসহ নানাভাবে ভয়ভীতি দেখান বলে অভিযোগ।
পরে কাজী সিরাজুল ইসলাম ব্যক্তিগত তহবিল থেকে স্নাতক শাখার শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধের জন্য অধ্যক্ষকে ৫ লাখ টাকার একটি চেক দেন। ওই টাকা থেকে ৭ শিক্ষকের প্রত্যেকের তিন মাসের বেতন-ভাতা বাবদ ৫৪ হাজার টাকা করে পরিশোধের সিদ্ধান্ত হয়।
সে মোতাবেক গত রোববার অধ্যক্ষ নন-এমপিও ছয় শিক্ষককে বেতনের টাকা পরিশোধ করলেও প্রভাষক রণজিৎ কুমার মণ্ডলের বেতন পরিশোধ করা হবে না বলে জানিয়ে দেন। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে অধ্যক্ষের কক্ষ থেকে নিজের বিভাগে (সমাজকর্ম) গিয়ে বেলা ২টার দিকে হিট স্ট্রোক আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন রণজিৎ মণ্ডল।
পরে ধরাধরি করে রণজিৎ মণ্ডলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান সহকর্মীরা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রায় ৭ ঘণ্টা পর রাত ৯টার দিকে তাঁর জ্ঞান ফেরে। তিনি এখন ওই হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ ঘটনায় গত সোমবার কলেজের শিক্ষক মিলনায়তনে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামরুল ইসলামের সভাপতিত্বে শিক্ষক ফোরামের সভা হয়। সভায় ৩৫-৪০ জন শিক্ষক উপস্থিত ছিলেন। সভায় শিক্ষক রণজিৎ কুমার মণ্ডলের প্রতি অধ্যক্ষের এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় বলে সভায় উপস্থিত একাধিক শিক্ষক নিশ্চিত করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে কলেজের কয়েকজন শিক্ষক বলেন, ২০২০ সালে বর্তমান অধ্যক্ষ যোগদানের আগ পর্যন্ত কলেজের তহবিল থেকেই নন-এমপিও শিক্ষকদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করা হতো। কিন্তু অধ্যক্ষের কলেজ অংশের বেতন-ভাতা বাবদ প্রতি মাসে তহবিল থেকে ৩০ হাজার টাকা গ্রহণ, বিভিন্ন উন্নয়নের নামে রসিদ দাখিল ও অধ্যক্ষের বিভিন্ন খাতে বেপরোয়া ব্যয়ের কারণে কলেজ তহবিল কমে যাওয়ায় শিক্ষকদের বেতন পরিশোধে তাঁর অনীহা দেখা দেয়।
প্রভাষক রণজিৎ মণ্ডলের স্ত্রী আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রাম উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক হিরা সরকার বলেন, তাঁর স্বামী কলেজের অনার্স শাখার শিক্ষকদের বেতন-ভাতা না পাওয়ার বিষয়টি পরিচালনা পর্ষদের সভাপতিকে জানিয়েছেন, এটাই তাঁর অপরাধ। এ জন্য কলেজের অধ্যক্ষ তাঁর স্বামীকে ডেকে নিয়ে অকথ্য ভাষায় কথা শুনিয়েছেন। তাঁর বেতন বন্ধ করাসহ চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন।
কলেজের অধ্যক্ষ মো. ফরিদ আহমেদ বলেন, শিক্ষক রণজিৎ মণ্ডলের সঙ্গে তাঁর কোনো ধরনের কথাই হয়নি। তিনি অসুস্থ হওয়ার পরে তাঁরা কলেজের পক্ষ থেকে চিকিৎসার ব্যয়ভার বহনের সিদ্ধান্ত নিয়েছেন। ওই শিক্ষক আগে শিক্ষা ছুটিতে থাকায় ছুটির হিসাব না দেখে তাঁকে বেতন দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়েছিল।
এক প্রশ্নের জবাবে অধ্যক্ষ আরও বলেন, তিনি কলেজ থেকে যেসব সুবিধা নেন, তা পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে হয়। শিক্ষক ফোরামের সভায় নিন্দা জানানোর বিষয়ে তিনি বলেন, ওই সভায় শিক্ষকেরা তাঁর বিরুদ্ধে মনগড়া কথাবার্তা বলেছেন। এগুলোর সত্যতা নেই।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে