Ajker Patrika

শেখ হাসিনা শিশু পার্ক

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৮: ৪৬
শেখ হাসিনা শিশু পার্ক

আগামী ২৫ সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে সিলেটের জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক। দীর্ঘ ১৫ বছরের প্রতীক্ষার পর পার্কটি চালু হলে নগরবাসীর বিনোদনের অভাব কিছুটা হলেও ঘুচবে। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেন।

প্রধান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমান বলেন, ২৫ সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে পার্কটি চালু করা হবে। সব ঠিকঠাক থাকলে পরীক্ষামূলক চালুর অল্প দিনের মধ্যেই আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

আলমপুর এলাকার বাসিন্দা আফজাল আহমদ বলেন, প্রায় ১৫ বছরেরও বেশি সময় ধরে পার্কটির নির্মাণকাজ চলছিল। এবার কাজ প্রায় শেষ হয়ে আসায় পরীক্ষামূলক চালুর কথা জানিয়েছে সিসিক। শিশু পার্কটি চালু হলে এ অঞ্চলের শিশুরা বিনোদনের সুযোগ পাবে।

দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা বুশরা বেগম বলেন, আলমপুরে জননেত্রী শেখ হাসিনা শিশু পার্কটি একটি আধুনিক পার্ক হিসেবে তৈরি হয়েছে। শিশুরা নতুন নতুন বিভিন্ন রাইডে চড়ে আনন্দ পাবে। তিনি দ্রুত পার্কটিকে উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত