Ajker Patrika

খরচ বৃদ্ধি, সার-সংকটের মধ্যে বোরো চাষের প্রস্তুতি

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
খরচ বৃদ্ধি, সার-সংকটের মধ্যে বোরো চাষের প্রস্তুতি

আমন ধান কাটা এখন শেষ পর্যায়ে। এরই মধ্যে চলছে বোরো আবাদের প্রস্তুতি। বোরো আবাদের জন্য বর্তমানে বীজতলা তৈরিসহ আনুষঙ্গিক কাজে ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর রায়পুরার চাষিরা।

স্থানীয় কৃষকেরা বলছেন, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় ধান চাষের খরচ বেড়েছে। অন্যদিকে উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, ডিসেম্বর মাসে উপজেলায় ইউরিয়া সার ৭০৩, টিএসপি ৩৯৮, ডিএপি ৮৪৪, এমওপি ৫৩০ টন সার বরাদ্দ, যা প্রয়োজনের তুলনায় কম। তাই বোরো আবাদে লাভ-লোকসানের দোলাচলে চাষিরা। তবু খরচ বৃদ্ধি ও সার সংকটের মধ্যেও লাভের আশায় বোরোর খেতে স্বপ্ন বুনছেন কৃষক।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার রায়পুরা, মুছাপুর, মির্জাপুর, মরজাল, উত্তর বাখরনগর, মহেষপুর, বাঁশগাড়ী, পাড়াতলী, শ্রীনগর, অলিপুরা, পলাশতলী, মির্জানগর, আদিয়াবাদ, হোগলাকান্দিসহ আশপাশের এলাকায় কৃষকেরা বোরো চাষের জন্য বীজতলা প্রস্তুত করছেন। অনেকে বীজতলায় ধান রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।

সাইফুল ইসলাম নামের আরেক চাষি বলেন, ‘সার, কীটনাশকসহ তেলের মূল্যবৃদ্ধিতে খরচ বাড়বে। সেই সঙ্গে সামঞ্জস্য রেখে ধান-চালের দাম পাব কি না, সেটা নিয়ে শঙ্কা রয়েছে। তবু আশায় বুক বেঁধে ধানের আবাদ করছি।’

আব্দুস সালাম নামের এক চাষি বলেন, ‘ডিজেলের দাম বেড়ে যাওয়ায় ধান চাষে অনেক খরচ হবে। আমাদের এই অঞ্চলের প্রায় সবাই বর্গাচাষি। এদের নিজের জমি নেই। এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে অন্যের জমি বর্গা নিয়ে চাষ করেন অনেকেই। তবু ধানই এই অঞ্চলের কৃষকদের আশা-ভরসা। তাই আগেভাগে যত্ন নিয়ে বীজতলা তৈরি করছেন। কারণ, ভালো চারা থেকেই ভালো ধান হয়।’

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ইতিমধ্যে হাইব্রিড জাতের ২ কেজি করে ২ হাজার ৬৭০ জনকে ধানবীজ এবং ২ হাজার ৯৬০ জন কৃষকের মধ্যে কৃষি প্রণোদনার ২০ কেজি সারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেছে। গত বছর ধানের বীজতলা প্রস্তুত হয়েছিল ৫১৭ হেক্টর জমিতে। এবার বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৪১ হেক্টরে। এখন পর্যন্ত মোট ১৬ হাজার ৮২২ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

সার্বিক বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘অন্যান্য বছর এই উপজেলায় বোরো ধানের ব্যাপক আবাদ হয়েছে। আশা করছি, এ বছরও তা অব্যাহত থাকবে। তাই এখন থেকেই কৃষকেরা বোরো চাষের প্রস্তুতি নিচ্ছেন।’

মো. মোস্তাফিজুর রহমান আরও বলেন, ‘এ বছর তেলের দাম বেশি হওয়ায় চাষাবাদের খরচ কিছুটা বাড়তে পারে। কৃষকেরা যাতে সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সহজে পেতে পারেন, তার সর্বাত্মক সহযোগিতা এবং পরামর্শ দানে আমরা সচেষ্ট।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত