‘জীবনগল্প’ নামের গান প্রকাশ করলেন। কত দিন পর এল নতুন গান?
তা প্রায় বছর চার-পাঁচ তো হবেই। অনেক দিন পর শ্রোতাদের নতুন গান উপহার দিতে পারলাম। ভালো লাগছে।
এ রকম কতটি গান প্রকাশের অপেক্ষায়?
সব মিলিয়ে ২২টি গান তৈরি আছে। কিছু গানের ভিডিও তৈরি হয়েছে, কিছু গানের হয়নি। ঈদের পর বাকি গানগুলোর ভিডিও তৈরি করে প্রকাশ করব।
গানগুলোর গীতিকার, সুরকার কারা?
বেশির ভাগ গানই হয়েছে নতুনদের সঙ্গে। আমি তো সব সময়ই চেষ্টা করি নতুনদের প্রমোট করতে। নাটক, সিনেমাতেও যেমন করি, গানেও সেই চেষ্টাটা করি। এবারের গানগুলো তাই নতুনদের দখলেই থাকছে বেশি। তবে গানগুলো ভালো হয়েছে। ভালো না হলে আমি গান করি না। এই যেমন ‘জীবনগল্প’ গানটি। সবাই প্রশংসা করছে। আমারও ভীষণ ভালো লেগেছে।
মিউজিক ভিডিওর শুটিং করেছেন কোথায়?
আমাদের গ্রামের বাড়িতে। বিক্রমপুরে। আমাদের বাড়িরই একটা অংশে হয়েছে শুটিং।
আপনি তো সাধারণত রিদমিক গান গাইতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই গানটা তো তেমন নয়। আবার ভিডিওতেও আপনাকে কেমন একটু বয়সে ভারাক্রান্ত মনে হলো। এগুলো কি পরিকল্পনা করেই করা?
আসলেই তাই। আমি যে ধরনের নাচাগানার গান গাই, এটা আমার সেসব গানের চেয়ে একেবারে আলাদা। আসলে আমি চাইছি এমন কিছু গান করতে, যেগুলো জীবনের অর্থ বহন করে, গুরুত্ব বহন করে। এটা তেমনই একটা গান। তবে এই গানটাতেও কিন্তু ভীষণ রিদম আছে, অদ্ভুত এক ছন্দ আছে। গানটি লিখেছে শেখ নজরুল। সুর করেছে পিজিত মহাজন। সংগীত আয়োজন করেছে ওয়াহেদ শাহীন।
নতুনদের সঙ্গে কেন? চাইলেই তো সিনিয়র কারও সঙ্গে গানটি করতে পারতেন?
সেটা তো পারতামই। এটা সবাই করে। আমি তো চাই নতুনদের সঙ্গে কাজ করতে। নতুন একটা ছেলে আমাকে নিয়ে গান করতে চাইছে, এত সুন্দর একটা গান! তাই করলাম। আমি তো নতুনদের নিয়ে কাজ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। তাছাড়া, আমি কিন্তু জনপ্রিয়তার পেছনে ছুটি না। আমি গান করি মনের খোরাক জোগাতে। সিনেমাটাও তাই। কে দেখল, কে শুনল, কতটা জনপ্রিয় হলো—এসব নিয়ে আমি চিন্তিত নই। আমি কাজটা কতটা আনন্দ নিয়ে করতে পারলাম, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।
নতুন কোনো সিনেমা বানাচ্ছেন?
বানাচ্ছি তো। মোটামুটি এক ধরনের প্রস্তুতিও নিয়ে নিয়েছি। সব হবে ঈদের পরে। সিনেমার কাজটা আগে ধরতে চাই।
কী নাম সিনেমার?
সিনেমার নাম ‘সন্ধ্যা মায়া’। তবে গল্পটা এখনই বলতে চাইছি না। কিছু বিষয়ে চমক থাকুক। আগে সব বলে দিলে তো মজাটাই ফুরিয়ে গেল।
আপনি অভিনয় করছেন?
আমি সময় সুযোগ করতে পারলে কোনো একটা চরিত্রে অভিনয় করতেও পারি। তবে এবার পরিচালনাতেই পুরোপুরি মনোযোগ দিতে চাই। আগের সিনেমাটা করে অভিজ্ঞতা হয়েছে। এবার সেই অভিজ্ঞতাটা কাজে আসবে।
সিনেমার নায়ক-নায়িকা কারা?
সাজ্জাদ ও সোনিয়া। দুজনেই নতুন।
সন্ধ্যা মায়ার গানে কারা থাকছে?
সিনেমায় গান থাকছে তিনটি। সব গানে আমি কণ্ঠ দিয়েছি। একটি ডুয়েট আছে। আমার সঙ্গে কণ্ঠ দিয়েছে ন্যান্সি। সংগীত করেছে বাপন। খুব ভালো মিউজিক করেছে।
আপনার ছেলে হাবিব ওয়াহিদের কোনো গান থাকছে না?
হাবিবের সঙ্গে তো করেছি আগে। তাছাড়া, হাবিব এখন যে পরিমাণ ব্যস্ত থাকে, ওর পক্ষে সময় বের করাটাও মুশকিল। তবে, যেকোনো কাজেই ওর পরামর্শ থাকে। আলোচনা করে সে তার পরামর্শ জানায়, মিউজিশিয়ানদের দিকনির্দেশনা দিয়ে দেয়।
‘জীবনগল্প’ নামের গান প্রকাশ করলেন। কত দিন পর এল নতুন গান?
তা প্রায় বছর চার-পাঁচ তো হবেই। অনেক দিন পর শ্রোতাদের নতুন গান উপহার দিতে পারলাম। ভালো লাগছে।
এ রকম কতটি গান প্রকাশের অপেক্ষায়?
সব মিলিয়ে ২২টি গান তৈরি আছে। কিছু গানের ভিডিও তৈরি হয়েছে, কিছু গানের হয়নি। ঈদের পর বাকি গানগুলোর ভিডিও তৈরি করে প্রকাশ করব।
গানগুলোর গীতিকার, সুরকার কারা?
বেশির ভাগ গানই হয়েছে নতুনদের সঙ্গে। আমি তো সব সময়ই চেষ্টা করি নতুনদের প্রমোট করতে। নাটক, সিনেমাতেও যেমন করি, গানেও সেই চেষ্টাটা করি। এবারের গানগুলো তাই নতুনদের দখলেই থাকছে বেশি। তবে গানগুলো ভালো হয়েছে। ভালো না হলে আমি গান করি না। এই যেমন ‘জীবনগল্প’ গানটি। সবাই প্রশংসা করছে। আমারও ভীষণ ভালো লেগেছে।
মিউজিক ভিডিওর শুটিং করেছেন কোথায়?
আমাদের গ্রামের বাড়িতে। বিক্রমপুরে। আমাদের বাড়িরই একটা অংশে হয়েছে শুটিং।
আপনি তো সাধারণত রিদমিক গান গাইতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই গানটা তো তেমন নয়। আবার ভিডিওতেও আপনাকে কেমন একটু বয়সে ভারাক্রান্ত মনে হলো। এগুলো কি পরিকল্পনা করেই করা?
আসলেই তাই। আমি যে ধরনের নাচাগানার গান গাই, এটা আমার সেসব গানের চেয়ে একেবারে আলাদা। আসলে আমি চাইছি এমন কিছু গান করতে, যেগুলো জীবনের অর্থ বহন করে, গুরুত্ব বহন করে। এটা তেমনই একটা গান। তবে এই গানটাতেও কিন্তু ভীষণ রিদম আছে, অদ্ভুত এক ছন্দ আছে। গানটি লিখেছে শেখ নজরুল। সুর করেছে পিজিত মহাজন। সংগীত আয়োজন করেছে ওয়াহেদ শাহীন।
নতুনদের সঙ্গে কেন? চাইলেই তো সিনিয়র কারও সঙ্গে গানটি করতে পারতেন?
সেটা তো পারতামই। এটা সবাই করে। আমি তো চাই নতুনদের সঙ্গে কাজ করতে। নতুন একটা ছেলে আমাকে নিয়ে গান করতে চাইছে, এত সুন্দর একটা গান! তাই করলাম। আমি তো নতুনদের নিয়ে কাজ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। তাছাড়া, আমি কিন্তু জনপ্রিয়তার পেছনে ছুটি না। আমি গান করি মনের খোরাক জোগাতে। সিনেমাটাও তাই। কে দেখল, কে শুনল, কতটা জনপ্রিয় হলো—এসব নিয়ে আমি চিন্তিত নই। আমি কাজটা কতটা আনন্দ নিয়ে করতে পারলাম, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।
নতুন কোনো সিনেমা বানাচ্ছেন?
বানাচ্ছি তো। মোটামুটি এক ধরনের প্রস্তুতিও নিয়ে নিয়েছি। সব হবে ঈদের পরে। সিনেমার কাজটা আগে ধরতে চাই।
কী নাম সিনেমার?
সিনেমার নাম ‘সন্ধ্যা মায়া’। তবে গল্পটা এখনই বলতে চাইছি না। কিছু বিষয়ে চমক থাকুক। আগে সব বলে দিলে তো মজাটাই ফুরিয়ে গেল।
আপনি অভিনয় করছেন?
আমি সময় সুযোগ করতে পারলে কোনো একটা চরিত্রে অভিনয় করতেও পারি। তবে এবার পরিচালনাতেই পুরোপুরি মনোযোগ দিতে চাই। আগের সিনেমাটা করে অভিজ্ঞতা হয়েছে। এবার সেই অভিজ্ঞতাটা কাজে আসবে।
সিনেমার নায়ক-নায়িকা কারা?
সাজ্জাদ ও সোনিয়া। দুজনেই নতুন।
সন্ধ্যা মায়ার গানে কারা থাকছে?
সিনেমায় গান থাকছে তিনটি। সব গানে আমি কণ্ঠ দিয়েছি। একটি ডুয়েট আছে। আমার সঙ্গে কণ্ঠ দিয়েছে ন্যান্সি। সংগীত করেছে বাপন। খুব ভালো মিউজিক করেছে।
আপনার ছেলে হাবিব ওয়াহিদের কোনো গান থাকছে না?
হাবিবের সঙ্গে তো করেছি আগে। তাছাড়া, হাবিব এখন যে পরিমাণ ব্যস্ত থাকে, ওর পক্ষে সময় বের করাটাও মুশকিল। তবে, যেকোনো কাজেই ওর পরামর্শ থাকে। আলোচনা করে সে তার পরামর্শ জানায়, মিউজিশিয়ানদের দিকনির্দেশনা দিয়ে দেয়।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪আলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২০ নভেম্বর ২০২৪