হোসাইন আহাম্মেদ সুলভ, মুক্তাগাছা (ময়মনসিংহ)
ময়মনসিংহের মুক্তাগাছায় সরকারি খাল দখল করে পুকুর খনন ও মাছ চাষের অভিযোগ পাওয়া গেছে জামাল উদ্দিন বাদশা নামের এক ব্যক্তির বিরুদ্ধে। দখল করা পুকুরের ছবি তুলে প্রশাসনের সুদৃষ্টি কামনা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় এম এ বারেক রানা নামের এক শারীরিক প্রতিবন্ধী যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের পাহাড়পাবইজান গ্রামে।
পরে এ বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে ওই প্রতিবন্ধী যুবক একটি লিখিত অভিযোগ দাখিল করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোমানা রিয়াজ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কাশিমপুর ও দাওগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী চাকদার খাল দিয়ে প্রায় ৪ কিলোমিটার জনবসতি এলাকার পানি স্থানীয় বানার নদীতে এসে নামে।
দাওগাঁও ইউনিয়নের পাহাড়পাবইজান ও কাশিমপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামের পানিনিষ্কাশনের একমাত্র খাল এটি। ১০-১২ বছর আগে শুষ্ক মৌসুমে খালে পানি না থাকায় কাশিমপুর গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ সরকারের ছেলে জামাল উদ্দিন বাদশা খালে বোরো ধান চাষ শুরু করেন।
ধান চাষ করায় বর্ষাকালে ওই সব এলাকার পানিনিষ্কাশনে তেমন কোনো সমস্যা হতো না। কিন্তু কয়েক বছর আগে জামাল উদ্দিন বাদশা খালে ভেকু দিয়ে পুকুর খনন করে মাছ চাষ শুরু করেন।
প্রতিবন্ধী এম এ বারেক রানা বলেন, ‘জামাল উদ্দিন বাদশা সরকারি খাল দখল করে পুকুর খনন করেন। আমি খালটি উদ্ধারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় আমার বিরুদ্ধে মামলা করে জামাল উদ্দিন বাদশার ছেলে তানভির। প্রতিকার চেয়ে মুক্তাগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করায় আমাদের গ্রাম থেকে উচ্ছেদ করবে বলে তানভির এখন লোকের কাছে বলে বেড়াচ্ছে।’
এ ব্যাপারে ভুক্তভোগী পাহাড়পাবইজান গ্রামের বাসিন্দা কৃষক জয়জুর রহমান বলেন, ‘আমি ৫-৬ বছর ধরে বর্ষাকালে কোনো ফসল করতে পারছি না। অল্প বৃষ্টি হলেই আমার বাড়িতে পানি ওঠে। বাদশা মিয়া আমাদের খালে পানি ছাড়তে দেয় না।’
জামাল উদ্দিন বাদশা বলেন, ‘এটা নিয়ে আদালতে মামলা চলছে, আদালত এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন। এটা খাস জায়গা না, এটা আমার নিজস্ব জমি। আমার বাবার জমি।’
খাল দখল করে পুকুর খনন করার বিষয়ে দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার জামাল উদ্দিন বাদশা বলেন, ‘সরকারি খাল দখল করে পুকুর খননের বিষয়টি আমি জেনেছি। এলাকাবাসীর কষ্ট লাঘবে, যত দ্রুত সম্ভব খালটি উদ্ধারে ব্যবস্থা স্বাভাবিক করা হবে।’
এ ব্যাপারে মুক্তাগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোমানা রিয়াজ বলেন, ‘খাল দখল করে মাছ চাষের একটি অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে সার্ভেয়ার ওই জায়গা পরিদর্শন করে এসেছে। আমরা দখলদারকে শুনানির জন্য ডেকেছি, সে স্বেচ্ছায় খালের জায়গা না ছাড়লে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’
ময়মনসিংহের মুক্তাগাছায় সরকারি খাল দখল করে পুকুর খনন ও মাছ চাষের অভিযোগ পাওয়া গেছে জামাল উদ্দিন বাদশা নামের এক ব্যক্তির বিরুদ্ধে। দখল করা পুকুরের ছবি তুলে প্রশাসনের সুদৃষ্টি কামনা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় এম এ বারেক রানা নামের এক শারীরিক প্রতিবন্ধী যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের পাহাড়পাবইজান গ্রামে।
পরে এ বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে ওই প্রতিবন্ধী যুবক একটি লিখিত অভিযোগ দাখিল করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোমানা রিয়াজ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কাশিমপুর ও দাওগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী চাকদার খাল দিয়ে প্রায় ৪ কিলোমিটার জনবসতি এলাকার পানি স্থানীয় বানার নদীতে এসে নামে।
দাওগাঁও ইউনিয়নের পাহাড়পাবইজান ও কাশিমপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামের পানিনিষ্কাশনের একমাত্র খাল এটি। ১০-১২ বছর আগে শুষ্ক মৌসুমে খালে পানি না থাকায় কাশিমপুর গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ সরকারের ছেলে জামাল উদ্দিন বাদশা খালে বোরো ধান চাষ শুরু করেন।
ধান চাষ করায় বর্ষাকালে ওই সব এলাকার পানিনিষ্কাশনে তেমন কোনো সমস্যা হতো না। কিন্তু কয়েক বছর আগে জামাল উদ্দিন বাদশা খালে ভেকু দিয়ে পুকুর খনন করে মাছ চাষ শুরু করেন।
প্রতিবন্ধী এম এ বারেক রানা বলেন, ‘জামাল উদ্দিন বাদশা সরকারি খাল দখল করে পুকুর খনন করেন। আমি খালটি উদ্ধারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় আমার বিরুদ্ধে মামলা করে জামাল উদ্দিন বাদশার ছেলে তানভির। প্রতিকার চেয়ে মুক্তাগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করায় আমাদের গ্রাম থেকে উচ্ছেদ করবে বলে তানভির এখন লোকের কাছে বলে বেড়াচ্ছে।’
এ ব্যাপারে ভুক্তভোগী পাহাড়পাবইজান গ্রামের বাসিন্দা কৃষক জয়জুর রহমান বলেন, ‘আমি ৫-৬ বছর ধরে বর্ষাকালে কোনো ফসল করতে পারছি না। অল্প বৃষ্টি হলেই আমার বাড়িতে পানি ওঠে। বাদশা মিয়া আমাদের খালে পানি ছাড়তে দেয় না।’
জামাল উদ্দিন বাদশা বলেন, ‘এটা নিয়ে আদালতে মামলা চলছে, আদালত এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন। এটা খাস জায়গা না, এটা আমার নিজস্ব জমি। আমার বাবার জমি।’
খাল দখল করে পুকুর খনন করার বিষয়ে দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার জামাল উদ্দিন বাদশা বলেন, ‘সরকারি খাল দখল করে পুকুর খননের বিষয়টি আমি জেনেছি। এলাকাবাসীর কষ্ট লাঘবে, যত দ্রুত সম্ভব খালটি উদ্ধারে ব্যবস্থা স্বাভাবিক করা হবে।’
এ ব্যাপারে মুক্তাগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোমানা রিয়াজ বলেন, ‘খাল দখল করে মাছ চাষের একটি অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে সার্ভেয়ার ওই জায়গা পরিদর্শন করে এসেছে। আমরা দখলদারকে শুনানির জন্য ডেকেছি, সে স্বেচ্ছায় খালের জায়গা না ছাড়লে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে