Ajker Patrika

নৌকার প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৭: ১৯
নৌকার প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

নড়াইলের লোহাগড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সৈয়দ মসিয়ূর রহমান ৩১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় লোহাগড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ইশতেহার ঘোষণা করেন তিনি।

এতে সভাপতিত্ব করেন উপজেলা পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমিন। এই ৩১ দফা ইশতেহারে যা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ইশতেহার হলো, মেয়র হিসাবে দায়িত্ব পেলে লোহাগড়া পৌরসভাকে তৃতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত করার লক্ষ্যে কাজ করা, পৌর এলাকাকে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সুশীল সমাজকে সঙ্গে নিয়ে সম্পূর্ণ মাদকমুক্ত করা, বয়স্ক, পঙ্গু, মাতৃকালীন, বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতাসহ সকল ভাতা প্রদানে স্বচ্ছতা, ন্যায্যতা ও অগ্রাধিকার ভিত্তিক বণ্টন নিশ্চিত করা, ২০২৩ সালের মধ্যে পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা ও ২০২২ সালের মধ্যে পুরোনো ড্রেন সংস্কার করা, পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করার মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ গ্রহণ করা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বিভিন্ন সভা- সমাবেশের জন্য একটি পাবলিক হল নির্মাণ করা, পৌরসভার পক্ষ থেকে নারী ও যুবকদের অগ্রাধিকার দিয়ে বিনামূল্যে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ দেওয়াসহ ৩১ দফা প্রতিশ্রুতি।

উল্লেখ্য, আগামী ২ নভেম্বর ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে লোহাগড়া পৌরসভা নির্বাচন। লোহাগড়া পৌরসভার মোট ভোটার ২৩ হাজার ৭৩৭ জন। এর মধ্যে পুরুষ ১১ হাজার ৫৭৭ জন এবং মহিলা ১২ হাজার ১৬০ জন।, ভোট কেন্দ্র ১১ টি, কক্ষ ৭১টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত