Ajker Patrika

১১০০ গ্রাহকের টাকা নিয়ে টালবাহানা

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১১: ২৫
১১০০ গ্রাহকের টাকা নিয়ে টালবাহানা

ডামুড্যা উপজেলায় নান্নু খান নামের এক ব্যক্তি একটি সমবায় সমিতির গ্রাহকের প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গ্রাহকের টাকা মেরে আত্মগোপনে গেলে স্থানীয় মুরব্বিদের সহায়তায় তাঁকে জনসম্মুখে আনা হয়। কিন্তু তিনি সমিতির গ্রাহকদের টাকা ফেরত দিতে টালবাহানা করছেন।

ভুক্তভোগীদের পক্ষে উপজেলার কাজল আক্তার নামের একজন টাকা ফেরত চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ নিয়ে গতকাল শুক্রবার বিকেলে ডামুড্যা উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। প্রতারণার শিকার অনেকে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

লিখিত অভিযোগে জানা গেছে, ডামুড্যার দয়াল ভক্ত সমিতি (রেজি: নং-০০০২০) নামে একটি প্রতিষ্ঠান ২০০৮ সালে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার দারুল আমান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চররাম রায়ের কান্দীতে কার্যক্রম শুরু করে। নান্নু খান এই সমিতির সভাপতি হয়ে অল্প সময়ে অধিক লাভের প্রলোভনে দারুল আমান, পূর্ব ডামুড্যা, উত্তর ডামুড্যা, ডামুড্যা বাজারে এলাকার এক হাজার ১০০ জন নারী-পুরুষকে সমিতির সদস্য হিসেবে দৈনিক ও মাসিক সঞ্চয় জমা নেন। এরপর সমিতির সদস্যরা লভ্যাংশসহ টাকাগুলো ফেরত পাওয়ার আশায় গত ৬ এপ্রিল তাদের সঞ্চয় বই জমা দেন। এরপর থেকে সমিতির সভাপতি নান্নু খান গ্রাহকদের টাকা না দিয়ে পালিয়ে যান।

ক্ষতিগ্রস্ত সদস্যরা দাবি করেন, তাঁদের সঞ্চয়ের পরিমাণ অন্তত ৩ কোটি টাকা। তারা সংবাদ সম্মেলন ছাড়াও টাকাগুলো ফেরত পেতে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা-পুলিশ ও উপজেলা সমবায় কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিয়েছেন।

দয়াল ভক্ত সমিতি’র সভাপতি নান্নু খান বলেন, ‘আমি আমার নামে যে জমি ক্রয় করেছি তা বিক্রি করে সকল গ্রাহকের পাওনা আস্তে আস্তে পরিশোধ করব।’

উপজেলা সমবায় কর্মকর্তা রাশেদ আলম বলেন, ‘দয়াল ভক্ত সমিতি’র বেশ কিছু গ্রাহক আমার অফিসে এসে সমিতির কমিটির বিরুদ্ধে লিখিত আবেদন করেন। পরবর্তীতে আমি তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা সমবায় কর্মকর্তাকে জানাই। জেলা সমবায় কর্মকর্তা বিষয়টি তদন্তের জন্য ৫ সদস্যের কমিটি করেছেন। তদন্ত কার্যক্রম চলমান।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত