Ajker Patrika

লামায় কোয়ান্টাম ফাউন্ডেশনের পুনর্মিলনী অনুষ্ঠান

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৭: ৪২
লামায় কোয়ান্টাম ফাউন্ডেশনের পুনর্মিলনী অনুষ্ঠান

বান্দরবানের লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ২০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনের শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীর পুনর্মিলনী অনুষ্ঠিত হচ্ছে। কোয়ান্টামের লামা সেন্টারে গতকাল শনিবার অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বরেণ্য কথাসাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক। দেশের নানা জায়গা থেকে আসা সহস্রাধিক অতিথি অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে বক্তব্য আরও দেন কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক মোটিভেশন এম রেজাউল হাসান। এ ছাড়া শিক্ষকবৃন্দ ও পরিচালনা পর্ষদের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষা ও ক্রীড়ায় সাফল্যের মেডেল ও স্মারক নিয়ে সংগ্রহশালা ‘হল অব গ্রাটিচ্যুড’ পরিদর্শন করেন।

প্রতিষ্ঠানের বিশেষ দিন উদ্‌যাপন উপলক্ষে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ক্যাম্পাসে শোভাযাত্রা, ব্যান্ড, ডিসপ্লে প্রদর্শন করা হয়। স্মৃতিচারণ, সম্মাননা-সংবর্ধনা ও উপহার বিতরণী অনুষ্ঠানের আয়োজনও ছিল আলাদা করে। সন্ধ্যায় নবনির্মিত ‘কোয়ান্টা মঞ্চে’ জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল ও তার ব্যান্ড দল ধ্রুবতারা সংগীত পরিবেশন করে। আজ রোববার বিকেলের পর আনুষ্ঠানিকভাবে এই আনন্দ উৎসবের সমাপ্তি ঘটবে।

জানা গেছে, ২০০১ সালে মাত্র ৭ জন ছাত্র নিয়ে কোয়ান্টাম কসমো স্কুলের যাত্রা শুরু। সে সময়ে প্রতিষ্ঠানটির নাম ছিল কোয়ান্টাম শিশুকানন। ২০ বছরের পরিক্রমায় শিশুকানন এখন কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। বর্তমানে এর শিক্ষার্থী সংখ্যা আড়াই হাজারেও বেশি। শিক্ষার্থীদের বেশির ভাগই শিশু বয়সে এখানে ভর্তি হয়। তারপর কারও ১২ বছর, কারও ১৩-১৪ বছর এই ক্যাম্পাসে কাটে। ২০ বছর পূর্তিতে স্কুলটির নতুন-পুরোনো সকল কোয়ান্টাম নিয়েই পুনর্মিলনী অনুষ্ঠান ‘ঘরে ফেরার আনন্দ উৎসব ২০২২ ’-এর আয়োজন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত