Ajker Patrika

গাছে ঝুলন্ত মৃত বিড়াল ভিডিও ভাইরাল

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১২: ১৬
গাছে ঝুলন্ত মৃত বিড়াল ভিডিও ভাইরাল

মৌলভীবাজারের কুলাউড়ায় চা-বাগানের একটি গাছের ডালে ঝুলন্ত মৃত বিড়াল পাওয়া গেছে। ঝুলন্ত এ বিড়ালের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

গত শনিবার উপজেলার গাজীপুর-কালিটি রোডের বিটিআরআই এলাকায় এ বিড়ালটির ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। গতকাল রোববার কুলাউড়া সরকারি কলেজের এক শিক্ষার্থী ভিডিও ফেসবুকে পোস্ট দিলে তা ভাইরাল হয়ে যায়।

এতে প্রাণীপ্রেমীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তবে বন বিভাগের দাবি এটা পোষা বিড়াল।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে রাস্তার পাশের গাছে বিড়ালের দেহটি ঝুলে থাকতে দেখা যায়। কে বা কারা মেরেছে তা জানেন না কেউ।

কুলাউড়া সরকারি কলেজের ছাত্র ও স্থানীয় বাসিন্দা পারভেজ আহমেদ বলেন, ‘দৃশ্যটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করি। পরে বিড়ালটিকে সেখান থেকে সরিয়ে ফেলা হয়।’

প্রাণী প্রেমী ও পরিবেশ কর্মী রিপন দে বলেন, এটি খুবই ন্যক্কারজনক ও নিষ্ঠুর কাজ। প্রাণী হত্যা ও গাছে ঝুলিয়ে রাখা বন্য প্রাণী আইন লঙ্ঘন। যারা এটি ঘটিয়েছে এদের চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসা উচিত।

বন বিভাগ কুলাউডা রেঞ্জের কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, খবর পেয়ে আমি লোক পাঠাই। সেখানে গিয়ে বিড়ালটি পোষা নিশ্চিত হোন তাঁরা। পরে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে মাটি চাপা দেওয়া হয়। কারা এটি ঘটিয়েছে সে বিষয়ে স্থানীয় কেউ জানেন না। আমরা খবর নিচ্ছি কারা এটি করেছে।

সিলেট বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, ‘এটি নির্মম ঘটনা। কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা তা বের করার চেষ্টা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত