Ajker Patrika

ইউপি সদস্য প্রার্থীর ভোট কারচুপির অভিযোগ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৬: ৩৯
ইউপি সদস্য প্রার্থীর ভোট কারচুপির অভিযোগ

চট্টগ্রামের মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের সাধারণ ইউপি সদস্য পদে ভোটে কারচুপি হয়েছে। গতকাল শুক্রবার এমন অভিযোগ তুলে উপজেলার মোটবাড়িয়া বাজারে সংবাদ সম্মেলন করেন সাধারণ ইউপি সদস্য প্রার্থী আমির হোসেন সেলিম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমির হোসেন সেলিম বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আব্দুল হাই ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা জিল্লুর রহমান প্রথমে আমাকে বিজয়ী ঘোষণা করেন। পরে আমার প্রতিদ্বন্দ্বী আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করেন। কিন্তু আমার এজেন্ট এবং আমার স্বাক্ষর না নিয়ে এ ধরনের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদ জানালে পুলিশের সহায়তায় ইভিএম মেশিন মিরসরাই কন্ট্রোল রুমে নিয়ে যান।’

আমির হোসেন আরও বলেন, ‘সেখানে গিয়ে ভোটের রেজাল্ট পরিবর্তন করে আবদুল হাইকে বিজয়ী ঘোষণা করেন। পাশাপাশি ভোট গণনার সময় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তার সহযোগিতায় কারচুপি করেন।’

আমির হোসেন ভোট পুনরায় গণনা, কারচুপির ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত